আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ৬৬ টি পন্যের আন্তর্জাতিক সত্ত্ব ছিনিয়ে নিতে যাওয়া ভারতের কুচক্রী আবদারের প্রতিবাদে তরুনদের মানব বন্ধন থেকে।

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী অংশগ্রহন করে আসলাম প্রেস ক্লাবের সামনে আমাদের ৬৬ টি পন্যের আন্তর্জাতিক সত্ত্ব ছিনিয়ে নিতে যাওয়া ভারতের কুচক্রী আবদারের প্রতিবাদে তরুনদের মানব বন্ধন থেকে।একটা জিনিস ভালো লাগলো, পুরো ব্যানার জুরে সাধারন মানুষের মন্তব্য এ ব্যাপারে।একটা লেখা ভালো লাগলো, "মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু ঐতিহ্য কখনো মরে না"।আয়োজনে দেখলাম ফেসবুকের ম্যাঙ্গপিপল - আমজনতা নামের একটা গ্রুপ। এটা থেকে অন্তত এই জিনিসটা পরিস্কার হলো, বর্তমানে তরুন সমাজ শুধু ফেসবুকে লুচ্চামি, নষ্টামি করেই বেড়ায় না, কেউ কেউ দেশ নিয়ে ভাবে, দেশের মানুষের জন্য পথে নামার সাহস রাখে। তবে প্রোগ্রামে সমন্বয়হীনতার অভাব চোখে পড়লো বেশ ভালো ভাবেই। তবে সব শেষে এটাই বলবো, গো এহেড আমজনতা। ভেবেছিলাম এটা নিয়ে কেউ কথা বলবে না, অন্তত কেউ কথা বললো। এখন দেখার বিষয়, দেশের বুদ্ধিজীবীরা মিডিয়াতে এই বিষয়ে ঝড় তুলে আমাদের দাবি সরকারের কানে পৌঁছাইতে পারেন কিনা।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।