আমাদের কথা খুঁজে নিন

   

নতুন সূর্য চোখ মেলে।

প্রদীপ হালদার,জাতিস্মর। নতুন সূর্য চোখ মেলে তাকিয়ে মাটির পৃথিবীর দিকে। মাটির পৃথিবীকে প্রশ্ন করে নতুন সূর্য চোখ রাঙিয়ে। তাকিয়ে থেকে সূর্য বলে ঘুরছো কেন সূর্যের চারিধারে। এবার যদি ঘোরো তবে সূর্যের আলোয় মরবে পুড়ে।

মাটির পৃথিবী সূর্যটাকে বলে তোমায় ছেড়ে এবার যাবো দূরে চলে। অনেকদিন বাদে মাটির পৃথিবীকে সূর্য ডেকে বলে দূরে গিয়ে আবার তুমি পাশে এসে ঘুরছো কেন তবে। মাটির পৃথিবী জোড় হাতে বলে দূরে গিয়ে ঠাণ্ডায় জমে যায় যে। তাই তো আবার কাছে এসে তোমার পাশে ঘুরতে চায় যে। তোমায় ছেড়ে কোথাও যাবো না রে তোমার কাছে এলে গরম লাগে যে।

তাই তো আমি একটু দূরে ভালোই আছি তোমার পাশে ঘুরে। সূর্য তখন হেসে বলে মাটির পৃথিবীকে সব সময় আমার পানে থাকবে নাকো তাকিয়ে। সেই কথা শুনে মাটির পৃথিবী সূর্যটাকে বলে সন্ধ্যে হলেই ঘুরিয়ে নেবো নিজের মুখটাকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.