আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েদের মোবাইল ফোন দেবেন না, এতে তারা বেপরোয়া হয় !

নারীদের মোবাইল ফোন ব্যবহারের বিরুদ্ধে এবার কথা বললেন ভারতের বহুজন সমাজ পার্টির পার্লামেন্ট সদস্য রাজপাল সিং সাইনি। তিনি বলেছেন, মেয়েদের মোবাইল ফোন দেবেন না। এতে তারা বেপরোয়া হয়ে ওঠে। তার এ বক্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সারা ভারতে। গতকাল সবগুলো মিডিয়াতে তার এ বক্তব্যকে হাই লাইট করে রিপোর্ট প্রকাশ করে।

এতে বলা হয় রাজপাল সিং সাইনি হলেন রাজ্যসভার সদস্য। তিনি বলেন, ছেলেমেয়েদের, বিশেষ করে মেয়েদের মোবাইল ফোন দেবেন না। আমি বলতে চাই, যেখানে আমি বক্তব্য রাখি সেখানে নয়। আমারে সভায় যদি কোন ছেলেমেয়ের কাছে মোবাইল ফোন পাওয়া যায় তাহলে তাকে সরিয়ে দাও। এটি ব্যবহার করে তারা কি মিসই না করছে।

মোবাইল না দিলে একজন মেয়ে কি মিস করছে। তিনি রোবরার রাতে মুজাফ্ফরনগরে দলীয় কর্মীদের এক সভায় বলেছেন, আমাদের মায়েরা, বোনেরা তাদের সময়ে কোন মোবাইল ফোন ব্যবহার করতেন না। তাতে কি তারা মারা গিয়েছেন? বৈঠকে তিনি কর্মীদের আহ্বান জানানÑ তার এই বাণী যেন মানুষে মানুষে ছড়িয়ে দেয়া হয়। বাগপাতের এক পঞ্চায়েত কয়েক মাস আগে প্রেমজনিত বিয়ে বন্ধ করে দেয়। একই সঙ্গে ৪০ বছরের কম বয়সী মেয়েদের কেনাকাটায় যাওয়া নিষিদ্ধ করে।

তাদের বাড়ির বাইরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।