আমাদের কথা খুঁজে নিন

   

পদ্ম

মোঃ রাইসুল করিম রিয়াদ রাস্তাই হঠাৎ দেখা । থমকে দাড়ালাম । লোক মুখে শুনেছি ‍কিন্তু এত সুন্দর জানতাম না । গায়ের প্রতিটি বাকে অপার সৌন্দর্য্য । অবহেলায় কিন্তু দারুন সুশৃংক্ষল ভাবে বেড়ে উঠেছে ।

নাম তার “পদ্ম” । এক সময় নাকি বাংলার সব জায়গায় পদ্ম ফুল দেখা যেত । কিন্তু আমাদের সর্বগ্রাসী থাবায় এদের কিছু বিশেষ অঞ্চল ছাড়া দেখা যায় না । আব্বুর মুখে পদ্ম পাতায় জিলেপী খাওয়ার কথা এখনো শুনি । ঘোড়াশাল থেকে পলাশ যাওয়ার পথে কিছু যায়গায় পদ্ম ফুল দেখা যায় ।

তা আর বেশী দিন এখানেও দেখা যাবে না । কারণ যে বিলটায় পদ্ম ফুল দেখলাম তার বুকে একটা টেক্সটাইল মিলের বিশাল সাইন বোর্ড লাগানো । মানে অল্প কিছু দিনের মাঝেই কাজ শুরু হয়ে যাবে । এখানে আর কোন দিন আমার মত কেউ পদ্ম দেখে অবাক হবে না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।