আমাদের কথা খুঁজে নিন

   

ছিপ-মেঘ,লুকোচুরি

স্বপ্নবাজ। একটা রাতের রংধনুর স্বপ্ন দেখি...। -কিঙ্কর আহ্সান ছিপ-মেঘ,লুকোচুরি -কিঙ্কর আহ্সান অমন করে হয়না ভালোবাসা, মাঝে মাঝে একটু কাছে আসা। কিংবা দুরে, অনেক দুরের দেশে, কাউকে ভলোবেসে, হারিয়ে যাওয়া আড়ালী কিছু আশা। অমন করে হয়না ভালোবাসা।

আকাশ মাঝে বিমূর্ত কিছু ছবি, বুকটা ছিড়ে বেরোয় নবীন কবি, কচুর পাতায় রাজকুমারীর জল, কষ্ট দিয়ে করে করুন ছল- আচম্কা আসে দারুন জলোচ্ছাস, যতই বলিস্ আমায় ভালোবাস্ । সেই তরুনীর হয়না তবুও আসা, অমন করে হয়না ভালোবাসা। ছিপ দিয়ে টেনে মেঘের লুকোচুরি, সূর্য ফোটায় লাল গোলাপের কুড়ি, দীঘির জলে সোনার প্রলেপ মাখা, ভাবতে ভাবতে তোমার ছবি আঁকা, নৈাকোখানির হয়না জলে ভাসা, শেষ হয় সব- তবু হয়না ভালোবাসা। # কলেজের পুরনো ডায়রীটা খুজে পেলাম মাত্র। তাই ব্লগে তুলে দিচ্ছি একের পর এক কবিতা না হওয়া অকবিতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।