আমাদের কথা খুঁজে নিন

   

হজ্ পালনের সময় - পবিত্র মক্কা ও মদীনায় তোলা ছবি

মহান আল্লাহ্‌ পাকের আলীশা দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমার মত একজন সাধারন ব্যাক্তিকে বড় হজ্ পালন এবং তার পবিত্র স্থান গুলো দর্শন করার সুযোগ করে দিয়েছিলেন । ২০০৯ সালে আমি পবিত্র হজ্ব এর উদ্দেশ্যে মক্কা ও মদীনাতে গিয়েছিলাম । আমার সাথে ক্যামেরা ছিলনা নীচে ছবিগুলো মোবাইলে তোলা। (১) পবিত্র বায়তুল্লাহ (২) মসজিদ ই নববী এর অভ্যন্তরে (৩) পবিত্র বায়তুল্লাহ বাইরে থেকে (৪) জামারাত (যেখান থেকে শয়তানকে পাথর মারা হয়) - ২য় তলা থেকে ছবিটি তোলা। নীচে হাজী সাহেবেদের পাথর মারার জন্য আসতে দেখা যাচ্ছে: (৫) জাবাল ই রহমত (যেখান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজ্ব এর ভাষন দিয়েছিলেন।) (৬) হেরা পাহাড় (যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়ত এর আগে এবাদত করতেন।) (৭) আরাফার ময়দান এর তাবু (৮) যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা থেকে মদীনায় হিজরত এর সময় হযরত আবু বকর (রাঃ) এর সাথে গুহায় অবস্থান করেন: (৯) প্লেন থেকে তোলা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।