আমাদের কথা খুঁজে নিন

   

যখন তোমাতে ....

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা । যখন তোমাতে .... আমারই এক কবিতার পোষ্টে তাঁর মন্তব্যে খানিকটা আক্ষেপ দেখতে পেয়েছিলাম । সে আক্ষেপটুকু যেন তার না থাকে এটা ভেবেই ....... কবিতাটি ব্লগার "জুন" কে উৎসর্গিত । যখন তোমাতে রাখা গেল, রাখলাম চোখ । তোমার একা থাকার দিনগুলো এবার অপেক্ষায় রইলো গোনার । ফুরিয়ে গেল আতসবাজীর ছলাকলার মতো তার ক্ষয়িষ্ণু আয়ু , একাকী থাকার যতো ভার নেমে গেলো তরতর, পেছনের পথ বেয়ে অন্ধকার গলিপথে । বুকের যেখানে তোমার ব্যথা ছিলো কাল, ছিলো দুঃখ জাগানিয়া রাত , মলিন সকাল শিশিরের টুপটাপ ছিলোনা যেথায়, যুথবদ্ধ বিকাল ছিলো মেঘে ঢাকা , অপ্সরী চোখ তার কাজল যেদিন ফেলেছিলো মুছি সেখানেই আজ আমি আছি সাথে । যখন তোমাতে রাখলাম, তুমি রাখতে দিলে চোখ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।