আমাদের কথা খুঁজে নিন

   

মন সুরমা

মাঝি সবাইকেই পৌছে দেয় আপন ঠিকানায়, মাঝ খানে ক্লান্তি তাকে ঘুমের বাড়ি নিয়ে যায়। আর কোথায় সে নিয়ে যাবে নিজেকে, যাবার কোত্থাও যায়গা নাই তো বৈরাগে! কে তাকে বলেছিল বৈঠা হাতে নিতে? কে দেখিয়ে ছিল বাইতে মন সুরমা? ঝাপশা চোখ বুঝে তাকে খুজে নিতে, বৈঠা ফেরত নাও আমি যে আর বাইতে পারি না। ও মাঝি খুব রাগ ধরেছে কি? সবার কি আর ঘর বাড়ি হয়? গাও গলা খান খুলে পুরোনো ভাটিয়ালি, কার যেনো তোমায় শুনার দেরি না সয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।