আমাদের কথা খুঁজে নিন

   

টাক হবার জোগাড় ! , ইমার্জেন্সী হেল্প লাগবে, জরুরী সহায়তা চাই + শুভ দুর্গাপূজা + TSH টেস্ট খরচ জিজ্ঞাসা ও কোথায় ? + টেকো ছবি আপডেট !

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility চুল পরছে বছর খানেক ধরে ! আর পারছি না , এখন যদি বলা হয় বংশের মধ্যে চুল পড়ে নাকি ? ! তাহলে বলব ৫ পুরুষের বংশ মানে ৫*৪*২*৩*৬*৭=ইয়া বড় খানদান.. এতটুকু আব্বা জানে । তাতে পাগল, ধবল, ক্যানসার, ডায়াবেটিস , টেকো রোগের সব ১ পিস করে আছে ! + জন্ডিস , হেপাটাইটিস , বন্ধা ইত্যাদি । খালি বাদ এইডস ! বলতে পারি না থাকলেও ১ টা খুইজা পাওয়া যেতে পারে । এখন এই ডি এন এ টানলে বলা যায় সব রোগের ১ টা যদি হয় তাহলে সেটা বলা কোন বিজ্ঞান সম্মত কথা নয় । আমার দরকার মুক্তি ।

বছর ৩-৫ চুল পড়তে পড়তে খালি হবার দশা !! এইবার হার্ড ব্রেক দরকার । প্রকৃতির উপর ছেড়ে দিব না । নিজে টেনে নিয়ে আসতে চাচ্ছি । কারউ কোন প্রসেস এ চুল পড়া রোগ বন্ধ করার পদ্ধতি থাকলে জানান । বিভিন্ন আর্টিকেল সহ ডাক্তার এর মতামত শুনতে শুনতে আমি হয়রান ।

প্লিজ হেল্পু ! আমি চুলের গোড়া তথা hair follicles খুবই দুর্বল হাত দিয়ে টানলেই যতটা টান দেওয়া যাবে ততটা আসবে ! এইবার টাক হবার অবস্থা । মাথায় ডিমের অস্বচ্ছ অংশটুকু মাখলে কি ফায়দা হবে ? আমার খাবার পদ্ধতিতে কোন খাবার বাদ যায় না । আমি সর্বভুক, হারাম ছাড়া । তাছাড়া ভিটামিন বি এক্সট্রা ট্যাবলেট হিসেবে নিচ্ছি দিনে ১ টি করে সপ্তাহে ৫ দিন । মানে মাঝে মাঝে ভুলে যাই ।

একজন বলল US Biotin 1000 Mpg. ////// bronson Lab. rate akbar ar shokale akbar khabar ar pora zinc B 10mg shokale akbar dina akbar , khabar ar pora . তার উপরকার হয়েছিল । বি.দ্র. তিনি নারী । তাই উনার ক্ষেত্র আর আমার ব্যাপার ভিন্ন সম্ভবত । ছেলেদের এমনিতেই চুল পড়ে যায় । হেভি প্রবলেম এ আছি এখন খালু খালু লাগে না বরং দাদা লাগা শুরু করছে দাদীর কি হপে ! নারিকেল তেল নাকি চুলের গোড়া শক্ত করে , সত্যি নাকি ? আমি কোন জীবনে তেল দেই নাই , আন্ডা কাল ছাড়া ।

সেই কালের কথা মুখে শুনেছি আমার মনে নাই । তবে টাক করছি ধুমায়া !!! ৬ দিনে ৩ বার টাক করেছি । এখন গুড়া চুলও পড়ার যোগাড় ! আমি নিয়মিত ডাল খাই । মাঝে মাঝে শাকও খাই, মুখী ইত্যাদি । তাই ভিটামিন এর অভাব হবার কথা না ।

এখন কি ডাক্তার এর কাছে আবার যাব ? তারা একেক জন একেক পদ্ধতি ও ধরন বলে ? অস্ট্রিয়ান ডাক্তার বলে আমার মাথা টাক ! তো আমি চর্ম ডাক্তার হইয়া কি করছি ? ! তবুও সে বলল যা পড়ার তা পরবেই ! তাই সে আমার মনের শান্তির জন্য চুলের ক্যামিকেল দিল । কাজ হয় নাই । পড়ে বিডির ডাক্তার ১ জন বলছে যে উঠে আর পড়ে চুল ! আমি ত্যক্ত বিরক্ত । আমার আব্বার বয়স ৮৫ তার মাথা টাক হয় নাই পুরা পুরি এখন ৬০ %আপ চুল আছে ! কিন্তু আমারই যদি ৭০% থাকে বাকি ১০ ভাগ হয়ে আব্বাকে দৌড়াইয়া ধরতে মাসের বেশী লাগবে না ! hair follicles স্ট্রং করার পদ্ধতি কি ? আমি টেম্পার করেছি বা হিট দিয়েছি ৩ বছর আগে । অথার্ত ৩ বছর আমি চুলে ডিস্টার্ব করি নাইক্কা ।

আমি তেমন শেম্পুও ব্যবহার করি না । সপ্তাহে ৩ কি ২ বার । কন্ডিশনারও না । আর নতুন মরার উপর খাড়াড় ঘা হল মাথায় খুশকি । এইটা আমি ৫ বছর যাবত ক্লিয়ার করতে পারলাম না, না শেম্পু না টাক দিয়ে ! খুশকি মুক্ত আর শক্তি চুলের গোড়া পেতে আমার করনিয় কি ? ঘুমের থেকে উঠলে বালিমে এত্ত চুল ! বাউরে... আমি ফিনিতো ।

এটা কোন চুলের এক পাশ বা বিশেষ খালি জনিত রোগ নয় । এটা বুঝতে পারছি চুল ধীরে ধীরে অনেক পাতলা হয়ে আসছে ! কিভাবে নতুন চুল বা যা আছে তা বাচানো যায় ! খাস দিলে দোয়া করিয়েন যারা ফর্মূলা দিতে নাও পারেন .. এই নাদান বহু চিন্তায় আছে । এক ডাক্তার বোলায় মোরে ... আপনি চিন্তু করবেন না, তাহলে বেটার হবে আমি বলি চুল পরে আমার তো চিন্তা করবনা তো কি করব নিশ্চিন্ত মনে থাকব নাকি ? আরেকজন বলে মাথায় রক্ত চলাচল বৃদ্ধি করার দরকার ! আমি সপ্তাহে ৩ দিন নিজের মাথা নিজে ম্যাসেজ করি । করতে করতে আমার নখের বেহাল দশা, মনে মনে হয়ত বলে.. ছেড়ে দে ভাই কাইন্দা বাচিঁ ! হেল্পু ... শুভ দূর্গাপূজা -- এলাকার পূজামন্প তৈরি হয়েছে । দাওয়াত পাইলাম, রেব আঙ্কেলরা আসছে ।

আর ঐ পাশে সাদ মুসা ! সাদ মুসা কি ! সেইটা বলিব আরেক পুষ্টে । Hormonal disorders, like hypothyroidism, can cause hair loss and may be detected by a blood test known as the thyroid stimulating hormone test, or TSH. Another hormonal imbalance that causes hair loss, menopause, can be detected by a blood test called a follicle stimulating hormone test, or FSH. Both the TSH and FSH are able to indicate these and other hormonal conditions that cause hair loss. They work by giving a measure of the amount of hormone present in the bloodstream. এই টেস্ট করতে খরচ কত লাগে ঢাকায় ? উপকৃত হব । আজকে টেকো ফটো ... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।