আমাদের কথা খুঁজে নিন

   

কেমিস্ট্রি গড়ে উঠলো না

কোনো চাওয়া নাইকা অনেকের সাথেই চললাম দেশে বিদেশে, স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, পার করলাম, চাকরি করলাম অলমোস্ট দুই বছর, তারপর মাস্টার্স করতে বাইরে আসলাম, দুই বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রাম ইন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং. কিন্তু আশ্চর্যের বিষয় হয়লো, বিদেশে কোথাউ ভালো একটা বাংলাদেশী ফ্রেন্ড পাইলাম না. কারোই সাথেই ওই রকম কেমিস্ট্রি গড়ে উঠলো না. যারা মিশতে আসে সবাই কেমন জানি একটা সার্থের জন্য মিশতে আসে. যখন দেখি ইউজ করতে যায়, কোনো সার্থ হাসিল করতে চায়, তখন খুব এ খারাপ লাগে. মানুষের সাথে মানুষ মিশবে এটা সাভাবিক, কিন্তু উদ্দেস্য নিয়া মিশতে আসবে, উদ্দেশ্য পূরণ হয়ে গেলে আর চিনবে না, এটা আসলে খুব কষ্টের একটা বাপার. আমার এখানে একটা সিনিয়র বাংলাদেশী থাকে, উনি সব বাংলাদেশী স্টুডেন্টদের সাথে একটা গুড রিলেসন রাখে , কারণ কি জানেন, কারণ হয়লো, যেসব স্টুডেন্টস বাংলাদেশে যায়, উনি সবার সাথে মিনিমাম ১০ থেকে ১২ কেজি জিনিস গচায়া দেয়. এত বাটপার আর টাউট লোক আমি লাইফ এ দেখি নাইকা. এখন উনার কাছ থিকা ১০০ হাত দুরে থাকি. কিন্তু উনি খুব খাতির দিতে আসে, জানি কেন খাতির দিবার আসে উনি. যারা ইউরোপ আমেরিকা তে পড়তে যাবেন, ভুলেও বাংলাভাই দের পাল্লায় পরবেন না. পড়লে আর রক্ষা নাইকা. বেশিরভাগ ভাইরা নিজের বেলা ১৬ আনা আর পরের বেলা দুই আনা টাইপের বিহাভ করবে. অভিজ্ঞতা থিকা বললাম ভাইজান.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।