আমাদের কথা খুঁজে নিন

   

নিষ্ঠুরভাবে গুপ্তহত্যা হওয়া সাংবাদিক দম্পতি সাগর-রুনির ছোট্ট ‘মেঘ’ এর জন্য আমার লেখা একটি গান: আমি থাকব না বদ্ধ ঘরে। কথা, সুর ও কণ্ঠ: সাঈদ মোহাম্মদ ভাই

!! এ শিকল ছিড়ব আমি কেমন করে!! ফুল ফুটে পাখি ডাকে রঙধনু হয়ে রঙ সাগরের জলে আকাশ নীলে মাতাল হাওয়া সাঁজে গগণ আমার চোখে দেখিনা মাগো দেখিনা তোমার হাসি আর তুমি কি জান কিভাবে আছি তোমার এই মেঘ কাঁদে না আর মা.....................গো। ২ চাঁদের আলোয় তোমায় দেখি ভেবে নিয়ে এক তারা ছুটে চলে ধূমকেতুরা যখন আমি দিশেহারা তোমার কথা কেন যে মাগো পড়ে মনে বারবার যখন তুমি আসবে ফিরে যাবো না তো চলে আবার মা.....................গো।২ I shall over come I shall over come I shall over come some day Oho deep in my heart, I do believe That, I shall over come some day. আমি থাকব না২ আমি থাকব না বদ্ধ ঘরে তোমাদের স্বপ্ন জয় করে ও জীবনের স্বপ্ন জয় করে আমি ফিরব ঘরে সাঈদ মোহাম্মদ ভাই  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।