আমাদের কথা খুঁজে নিন

   

'মানুষের উপর বিশ্বাস হারা পাপ' এক কথা সত্য নয় হে প্রতীমপুরুষ।

শাফিক আফতাব------ একটি মানুষের মধ্যে থাকে অনেক মানুষ অনেক মানুষের মধ্যে হরেক মানুষ হরেক মানুষের মধ্যে থাকে মন্দ আর ইতর মুানুষ এইসব মানুষ চেনা বড় দায় এইসব মানুষই মানুষকে কাদায়। মানুষের থেকে তাই প্রায়শ দূরে থাকি তাই ভালোবাসি পশু পাখি মানুষের পেটে থাকে মানুষমুখোশের ইতরজীব পাবেনা মুক্তি এসবের থেকে যতই জ্বালো মঙ্গলপ্রদীপ তবুও সমাজ আমাদের এইসব পশুপাখিদের নিয়ে এদেরই মাঝে বাস করতে হয় কষ্ট দৈন্য নিয়ে মানুষের সুন্দর বদনের ভেতর থাকে দুষ্ট আর এক কদাকার মানুষ 'মানুষের উপর বিশ্বাস হারা পাপ' এক কথা সত্য নয় হে প্রতীমপুরুষ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.