আমাদের কথা খুঁজে নিন

   

স্তন ক্যান্সার আক্রান্ত নারীদের নেটওয়ার্ক

আমি অকৃতি অধম স্তন ক্যান্সার আক্রান্ত রোগীদের নিজেদের মধ্যে যোগাযোগ জরুরি। আর এই বিষয়টা মাথায় রেখেই স্তন ক্যান্সারে আক্রান্ত নারীদের জন্য প্রথমবারের মতো ‘মাই ব্রেস্ট ক্যান্সার টিম’ নামের সোশাল নেটওয়ার্কটি তৈরি করা হয়েছে। খবর ম্যাশএবল-এর। ওয়েবসাইটটির সহপ্রতিষ্ঠাতা মেরি রে বলেন, ‘স্তন ক্যান্সারে চিকিৎসাধীনদের সঙ্গে যারা এই পর্যায়টা পার করে এসেছেন তাদের যোগাযোগ খুব জরুরি। এসময় শুধু দু’এক জনের সঙ্গে কথা বলাটা যথেষ্ট নয়।

প্রয়োজন একই বয়সি ১০ থেকে ২০জন নারীর সঙ্গে যোগাযোগ, যারা অসুস্থতার একই পর্যায়ে আছেন। এ যোগাযোগ করে দেয়াই ওয়েবসাইটটির মূল উদ্দেশ্য। ’ তিনি আরও জানান, ব্যবহারকারীরা নিজেদের সঙ্গে যতো ভালোভাবে মিশতে পারেন, নিজেদের পরিবারের সঙ্গেও অতো ভালোভাবে অনুভূতিগুলো প্রকাশ করতে পারেন না। মাই ব্রেস্ট ক্যান্সার টিম (http://www.mybcteam.com) ওয়েবসাইটটিতে বিনামুল্যে প্রবেশ করা যায় এবং ব্যবহারকারীরা নিজেদের ফেইসবুক অ্যাকাউন্ট দিয়েও সাইনআপ করতে পারেন। ক্যান্সারে আক্রান্তদের জন্য সবচেয়ে জরুরি হলো মানসিক সমর্থন।

আর এক্ষেত্রে ভুমিকা রাখছে ‘মাই ব্রেস্ট ক্যান্সার টিম’। মেরি আশাবাদী, একসময় ডাক্তাররাও এই ওয়েবসাইট ব্যবহার করতে রোগীদের উৎসাহিত করবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।