আমাদের কথা খুঁজে নিন

   

এক নাফিস আর কাঙ্গাল বাঙ্গালীদের গ্রীণ কার্ডের আর্তনাদ

গত কাল থেকেই দেখতেছি ব্লগে একপাল কাঙ্গালের আর্তনাদ। আর আমেরিকা যাওয়া হবে না, আর স্বপ্নের দেশে যাওয়া হবে না, কেউ বা গ্রীণ কার্ড হারানোর শোকে কাতর। কারন একটাই এইবার ফাসছে এক বাঙ্গালী। যেই মাত্র আমেরিকান মিডিয়া বললো এক বাঙ্গালী বোমা মারতে যেয়ে ধরা পড়ছে সাথে সাথে আমেরিকানরা তো দুরের কথা খোদ বাংলাদেশের কিছু মিডিয়া আর ব্লগগুলোতে একপাল কাঙ্গাল ছেলেটাকে জঙ্গি বানানোর জন্য উঠেপড়ে লাগছে। কারো কারো তো অধিক শোকে নিজেকে বাঙ্গালী ভাবতেও ঘৃণা পাচ্ছে।

কেউ আবার ছেলেটা যাতে বাংলাদেশী না হয় সেই দোয়া করছে। কি আজব আর বিচিত্র এই দেশের মানুষ। যেখানে পুরো কাহিনীর মধ্যে রয়েছে অসংখ্য অসামঞ্জস্যতা সেখানে না জেনে কিভাবে নিজ দেশের একটা ছেলের বিরুদ্ধে লাগতে পারে তা ভেবে অবাক হই। তবে আশ্চর্যের ব্যাপার নাফিসকে জঙ্গি বানানোর জন্য একপাল বাঙ্গালী আর আওয়ামীপন্থী মিডিয়া উঠে পরে লাগলেও খোদ আমেরিকান মিডিয়া আর নাফিসের ক্লাসমেটরা প্রশ্ন তুলেছে ঘটনার সত্যতা নিয়ে। তারা ভালোমত জানে তাদের গোয়েন্দা সংস্থার কাজ কারবার।

দেখুন আমেরিকার ডেনভার পোষ্টের আর্টকেলটা- Click This Link যাক দেখে ভালো লাগলো, অন্তত আমেরিকানরাতো প্রশ্ন তুলছে ঘটনাটা নিয়ে। বাঙ্গালীতো পরে আছে গ্রীন কার্ড আর ভিসা নিয়ে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।