আমাদের কথা খুঁজে নিন

   

আমি আছি ভালো আছি ফিরে যাই ছোট্টবেলায়।

প্রদীপ হালদার,জাতিস্মর। আমি আছি ভালো আছি ফিরে যাই ছোট্টবেলায় হামাগুড়ি দিয়ে দিনগুলি কেটে যায় হাসি কান্নায়। হাঁটি হাঁটি করে হাঁটতে গিয়ে কতবার আমি পড়ে যাই তুমি এসে কোলে নিয়ে আমাকে আদর করতে তাই। আমার হাসিতে কত না খুশি তুমি,মা বলে ডেকে যাই আমার কান্নায় ছুটে এসে তুমি,খোকা বলে ডাকতে আমায়। ছোট্টবেলার দিনের মতোন করে তুমি কি মনে রেখেছো আমায় আজও কি তোমার ইচ্ছে করে না খোকা বলে একবার ডাক দিয়ে যায়। তোমার খোকা তোমারই আছে যেমনটি দেখেছিলে ছোট্টবেলায় সময়ের ব্যবধানে বয়স বেড়েছে,ভুলেছো খোকা বলে ডাকতে আমায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।