আমাদের কথা খুঁজে নিন

   

এ এক অন্য রকমের খেলা !

নারী ও শিশু আমার ভাল লাগার বিষয়। এদের নিয়ে কাজ করতে ভাললাগে। কিন্তু এখন আমার কর্মক্ষেত্র সকল জনগোষ্ঠীকে কেন্দ্র করে। আমি যখন জুনিয়র হিসাবে ছিলাম এবং যে সিনিয়রের আন্ডারে কাজ করতাম তখন আমার ক্রিমিনাল প্রাক্টিসের কিছু বোঝার অভিজ্ঞতা হয়েছিল। আমার সেই সিনিয়র একজন নামকরা ক্রিমিনাল লইয়ার হিসাবে পরিচিত।

ট্রায়ালে তাঁর জুড়ি নেই। খুনিরা খুন করে যায় উনি তাদের বাচাঁবার জন্য (মৃত্যুদন্ড থেকে) সারারাত পড়াশোনা করেন আর কিভাবে বাচাঁবেন সেই চিন্তায় রত থাকেন। সাক্ষ্য আইনের সব ধারা তাঁর মুখস্থ। সাক্ষীকে প্রশ্ন করে বেকায়দায় ফেলে বের করে নিয়ে আসেন মৃত্যুদন্ড পাওয়ার মতন যোগ্য আসামীকেও। এ এক অন্য রকমের খেলা।

ঠিক যেমন একজন ডাক্তার ক্রিটিকাল রোগীকে বাচাঁবার চেষ্টা করেন। কখনোই ভেবে দেখার অবকাশ নাই রোগী চোর না ডাকাত। মানুষ (?) প্রজাতির মানুষকে বাচাঁবার নিরন্তর চেষ্টা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।