আমাদের কথা খুঁজে নিন

   

"যৌন" স্কুল

ভুয়া জিনিষের প্রতি আমাদের আগ্রহ সবসময়ই একটু বেশি। একটা লিগ্যাল জিনিষ যত ভালই হোকনা কেন তাঁর দিকে আমরা ঘুরেও তাকাইনা। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ভুয়া জিনিষ হচ্ছে হরস্কপ বা রাশিচক্র। একটা উদাহরণ দেয়া যাক। মীন রাশির জাতকের ক্ষেত্রে কোন একদিন একটা বাংলাদেশী পত্রিকা লিখল- "এই সপ্তাহ কোথাও বের হবেননা, কুত্তা কামড়ানোর ভয় আছে।

" ঠিক ওই দিনই আমেরিকান একটা পত্রিকা লিখবে- "এই সপ্তাহে আপনার নতুন গার্ল ফ্রেন্ড জোটার সম্ভাবনা প্রবল। " বুঝুন অবস্থা!! আমরা সবাই জানি- হকারদের মাল-মেডিসিন, চিকিৎসা পদ্ধতি সবই ভুয়া। তার পরও আমরা হকার দেখলেই তার চারপাশে ভিড় জমাই। শুনি চরম মাত্রার অশ্লিল সব কথা-বার্তা। রাস্তায় টাঙানো হকারদের অশ্লিল সব বিজ্ঞাপনও আমরা আগ্রহ সহকারে দেখি।

একবারের ঘটনা। আমি আমার ভাগ্নেকে নিয়ে বের হয়েছি। উদ্দেশ্য স্কুল। রাস্তায় টাঙানো বিজ্ঞাপন দেখে ভাগ্নে জিগ্যেস করল, "মামা, যৌন মানে কি?" মহা ফ্যাসাদে পড়ে গেলাম। কি উত্তর দিব! আমতা-আমতা করে বললাম, "ইয়ে মানে যৌন মানে হচ্ছে গিয়ে মানে একটা স্কুলের নাম আরকি।

" ভাগ্নে গম্ভীর ভাবে বলল, "আমি ওই স্কুলে ভর্তি হব। আগের স্কুলে পড়বনা। " ভুয়াময় জীবনের জয় হোক। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।