আমাদের কথা খুঁজে নিন

   

জানা-অজানা

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না .. আমি তো জানি জানি জানি ক্ষণিকের হাওয়া রঙ বদলিয়ে পানি। এই হারায় এই ফিরে আয় কিসের আশায় মন উশকায় মাপা হয়নি নিক্তি দিয়ে কোনটা কতোখানি । আমি তো জানি জানি জানি জীবনের মানে এই জল এই নোনা পানি । যে হাওয়ায় বেড়াও ভেসে ক্ষণিকে মজে ,ধুয়ে মুছে ক্লিশে আবার জাপটে ধরো এসে, তোমার আপনখানি । আমি তো মানি মানি মানি কখনো তুমি ফুল, কখনো ফুলদানি। সেই নিয়মেই তোমার চলন মিছে কথায় মিছে বলন তোমার মাঝেই আমার দহন এই কথাটা মানি । আমি তো জানি জানি জানি এইসবেতে দুঃখ আবার এইসবেতে গ্লানি কখনো তুমি গরিব সাজো কখনোবা ধনী ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।