আমাদের কথা খুঁজে নিন

   

ডেসটিনি কেলেঙ্কারিতে জে.হারুনকে কোন রেয়াত দেয়ার প্রশ্নই আসে না!

একটি অনলাইন কাগজে (বাংলা নিউজ ডটকম) দেখলাম মাননীয় কোর্ট ডেস্টিনির মামলায় জে.হারুনকে ২ মাসের জামিন দিয়েছেন দুইটি শর্ত সাপেক্ষেঃ ১. তিনি ডেস্টিনি পরিত্যাগ করবেন ২. তিনি এই দুই মাসে বিদেশে চলে যাবেন না! মাননীয় কোর্টের বিজ্ঞ সিদ্ধান্তকে আমরা অবশ্যই যে কোন বিতর্কের উর্ধে রাখতে চাই, পাশাপাশি আমরা এটাও প্রকাশ করতে চাই যে জে.হারুন কোন দুগ্ধ পোষ্য শিশু নন, তিনি ২০০৭ বা ২০০৮ সাল ডেসটিনি তে যোগদান করে যা করেছেন তা জেনে শুনে বিষপানের মতোই করেছেন!তিনি এক রকম তার বিগত দিনের সরকারী চাকুরীর পদের সুবাদে এক রকম “স্টেট প্রোটেকশন” দিয়েছেন ডেস্টিনির কর্মকান্ডকে, ডেস্টিনির কুশীলব রফিকুল আমীন গংকে যা দ্বারা তারা তাদের কুকর্মের মাত্রা বহুগুন বাড়িয়ে দিয়েছিল এবং যাতে প্রতারিত হয়েছিল আরও লক্ষ লক্ষ জনসাধারন! অর্থাত তিনি প্রতারকদের সবচে বড় ধরনের সহায়তা করেছেন প্রতারনা করতে! সংবাদে এসেছে যে তা তিনি “খামোখা” করেন নি, মাসে শুধু বেতন হিসেবে নিয়েছেন দশ লক্ষ টাকা!এ যাবত তিনি ক্যাশ ও কাইন্ডে কতটাকা নিয়েছেন তা প্রকাশ হওয়া উচিত! ডেস্টিনির মধু তার কাছে যে কতটা প্রিয় ছিল তার নমূনা হল তিনি এই ডেস্টিনির পদ রাখবার জন্যে “সেক্টর্স কমান্ডার্স” ফোরামও পরিত্যাগ করেছিলেন (আমার জানা মতে তিনি মুক্তিযুদ্ধকালে কোন সেক্টর কম্যান্ড করেন নি!)! এই ধরনের ব্যাক্তির দৃস্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং জে.হারুনের বিচারের সময় বিজ্ঞ বিচারকগন নিশ্চয়ই তা খেয়াল রাখবেন বলে আশা করি!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।