আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের ভাইরাস

প্রেমের ভাইরাস প্রেমের ভাইরাস কাটিতেছে হায় কুড়কুড় করে মনের গোড়ায় প্রেমিক প্রেমিকা খোঁজে মধু। কষ্ট বোধের নষ্ট জীবন নষ্ট প্রেমের আলগা বাঁধন কষ্ট পাওয়া শুধু। পষ্ট কথায় নষ্ট প্রেম মনের মাঝে ঝরে হেম প্রেমেতে আছে কি যে মধু !! তবুও ভোমরা সব ফুলো বনে ঘুরে বেড়ায় আপন মনে মধুতে আছে কি যাদু !! গড়ালে বেলা ফুল যে শুকোয় তবু ভোমরা উড়িতে না পায় গুনগুনিয়ে খেতে চায় মধু । প্রেমেতে মজিলে ভোলা না যায় উড়ে বেড়ায় সব পিপীলিকায় প্রেমের ডানায় আগুন লাগায় ঝাঁকে ঝাঁকে শেষ হয় মরে তবুও প্রেমের আগুনে ডানা মেলে প্রেমিক প্রেমিকা সব ঝাঁপিয়ে পোড়ে। নষ্ট প্রেমের কষ্ট ফুরায় তবু কোথায় যেন হৃদয় হারায় প্রেমিক প্রেমিকা ঝাঁকে ঝাঁকে হায় পোড়ে প্রেম বনে, অজান্তেই নিজ মনে নষ্ট কষ্টের আগুন জ্বেলে প্রেমের ভাইরাসের দাবানলে!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.