আমাদের কথা খুঁজে নিন

   

এক তুলি , সাতরং আর আঁকার কাগজ ।

কাছে ছিল একটি তুলি , ছিল সীমিত রংধনু রং , আর ছিল শুধু আঁকার কাগজ । আঁকলাম তাকে সাতরং দিয়ে , রং গেলো ফুরিয়ে । এক তুলি , সাতরং আর আঁকার কাগজ নাই , তাকে আমি আঁধারেও দেখিতে পাই । পাবো না তাকে যখন শুনেছি অন্তরের ভিতর কত জ্বলেছি , পুড়েছি । বললাম এ কথা কিছু ব্যক্তির কাছে , নতুন তুলি , সাতরং আর কাগজের সালহা বাতলাচ্ছে । আমি বলি ছিল সবই সীমিত একজনের পিছনেই খরচ করেছি হয়ে ওতপ্রোত । নাই মুছিবার পন্থা , না আছে ছেড়ার ইচ্ছা । শুধু চেয়ে থাকা অবাক নয়নে , কাঁচা হলুদ রাঙ্গা মুখটির পানে । [ ছন্দ মেলাবার জন্য এক-দুই লাইন লেখা হয়েছে সিরিয়াসলি নিবেন না ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।