আমাদের কথা খুঁজে নিন

   

১২.৩৪ পি.এম মৃতের সংখ্যা ৭৬জন , বেসামরিক রিপোর্টে তখন ১০০ এর উপর, হঠাৎ বীর পুরুষদের আগমন মিডিয়া চুপসে গেল , বিকাল ৪.১২ মৃতের সংখ্যা ৭৬ রয়ে গেল, সত্যটা প্রকাশ করুন , কিসের এত শংঙ্কা ।

০০ ১২.৩৪ পি.এম মৃতের সংখ্যা ৭৬জন , বেসামরিক রিপোর্টে তখন ১০০ এর উপর, হঠাৎ বীর পুরুষদের আগমন মিডিয়া চুপসে গেল , বিকাল ৪.১২ মৃতের সংখ্যা ৭৬ রয়ে গেল, সত্যটা প্রকাশ করুন , কিসের এত শংঙ্কা । ৪তলা থেকে ৯তলা পর্যন্ত গার্মেন্টস্ । এই ধরনের ফ্লোরে মিনিমাম ধরলে ৬০০ করে ধরুন শ্রমিকসংখ্যা । কি মনে হয় ?? ৬*৬০০= ৩৬০০০ কম করে ধরলে । ময়মনসিংহে এক সাথে ৪ সিনেমা হলে বোমা ফুটল ঠিক দুপুর ২টা থেকে ৩টার মধ্যে , মিডিয়াতে বলা হলো ২০ জন মতন মৃত , আসলে কি তাই , রাতের বেলা ট্রাক দিয়ে গনহারে লাশ সরায়ে নেওয়া হয় ।

প্রত্যক্ষদর্শী থেকে জানা যায় । এখানে ১২ থেকে ৪টা পর্যন্ত কি ফেলা হচ্ছিল ??? সত্য বড় কঠিন হয় সবসময় সত্য দিনের আলোর মত প্রকাশিত হবেই একদিন । আমরা কি এর বিচারটুকু চাইতে পারি না । আমরা কি চাইতে পারি না রানা ও তার গং দের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক , আমরা কি চাইতে পারি না র্যাব দিয়ে লাইনে দাড় করিয়ে গুলি করে হত্যা করা হোক । নাকি এ চাওয়াটা খুব বেশী অন্যায় ।

অন্যায়কারী যেই দলের হোক সেটা বড় কথা নয় , বড় কথা অন্যায়কারী বা দোষী ব্যক্তির শাস্তি , রোগ কে ঘৃণা কর রোগীকে নয় , লাশ যতই হোক সঠিক সংখ্যা প্রকাশ করুন , কাপুরুষের মত করবেন না প্লিজ । জাতীয় শোক দিবস শুধু ১০০ শ্রমিকের মৃতু্র জন্য , তাজরীন গার্মেন্টস্ এ তো শতাধিক শ্রমিক নিহত হল তখন কি জাতীয় শোক দিবস পালন হয়েছে ?? তবে কি লাশের সংখ্যা হাজারের উপর। ভুত কোথায় ?? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।