আমাদের কথা খুঁজে নিন

   

এই দিন আর সেই দিনের নাইতো তুলনা

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো আগে হইত নয়-ছয়, এখন হয় নয় হাজার কোটি- ছয় হাজার কোটি আগে 'অগ্নিতে ঘৃতাহুতি' দিত, এখন আর খাটি ঘি পাওয়া যায় না- তাই 'অগ্নিতে গান পাউডার' দেয়া হয় আগে চোর পালাইলে বুদ্ধি বাড়তো, এখন রাজাকার পালাইলে বুদ্ধি বাড়ে আগে সিঙাড়ার ভিতরে আলু থাকত, এখন পত্রিকার মধ্যে আলু থাকে আগে সিজন বুইঝা ওয়াজ করতে বলতো হুজুর, এখন বেঞ্চ বুইঝা রিট করতে বলে আগে দুদকের নাম শুনলে লোকে রাস্তায় গাড়ি ফেলায়ে ভাগতো, এখন দুদকের অফিসে গাড়ি চালায়ে গিয়া দেখা করে আসে আগে মাইনষে 'ভিজা বিড়াল' কইত গালি পাইড়া, এখন কয় 'কালো বিড়াল' আগে প্যাকেজ নাটকে ডায়ালগ কম পাইলে একট্রেসরা গোস্সা হইতো , এখন প্রধানমন্ত্রী স্বয়ং টিভিতে খোমা না দেখলে গোস্সা হন 'Follow protocol to cover PM news'- Information Minister Hasanul Haque Inu

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।