আমাদের কথা খুঁজে নিন

   

ব্রেকিং নিউজঃ চার দিন ‘মোবাইল রিচার্জ’ বন্ধের ঘোষণা !!!!!!!!!!!!!!!

তাশফী মাহমুদ কমিশন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে বৃহস্পতিবার থেকে চার দিন সারা দেশে মোবাইল ফোনের বিল রিচার্জ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ‘রিচার্জ’ ব্যবসায়ীরা। বাংলাদেশ মোবাইর ফোন রিচার্জ ব্যাবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। তিনি বলেন, ১৮ থেকে ২১ অক্টোবর সারা দেশে কোনো ‘রিচার্জ’ ব্যবসায়ী মোবাইল ফোনের বিল রিচার্জ করবেন না। তাদের মূল দাবি হলো, মোবাইল ফোন কোম্পানিগুলোকে হাজারে ২৭ টাকার পরিবর্তে ১০০ টাকা হারে কমিশন দিতে হবে। এছাড়া অ্যাসোসিয়েশনের মাধ্যমে নতুন সিম দেওয়া, ভুল নম্বরে রিচার্জ করলে টাকা ফেরতের ব্যবস্থা করা, শুধু রিচার্জ ব্যবসার সঙ্গে জড়িতদের রিচার্জের সিম দেওয়া, রিচার্জের সিম-এ বাধ্যতামূলক জামানত বন্ধ করাসহ মোট ১১টি দাবি জানিয়েছে সংগঠনটি। এসব দাবিতে এর আগে ঢাকাসহ দেশের জেলা শহরগুলোতে আলাদাভাবে তিন দিন করে ধর্মঘট পালন করেন রিচার্জ ব্যবসায়ীরা।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.