আমাদের কথা খুঁজে নিন

   

শত সালাম তব হে পানে

আমি ইউ এ ঈ এর একটি ছোট্ট এস্টেট আল আইনে থাকি। মরুভূমির প্রান্তে আমার বসবাস। রোদের আলোতে মরুর বালুগুলো চিক চিক করে। জুন,জুলাইতে গরমের তীব্রতা অনেক বেশী থাকে। ঘর থেকে বের হলে মনে হয় যেন তাপে শরীর জ্বলে যাবে। জীবন জীবিকার তাগিদে সুদূর নিজ দেশ ও গৃহ ছেড়ে ম প্রভাত সমীরণ যেন খুশির বার্তা নিয়ে এল, সোনালী সকাল যেন সু-সংবাদ শুনাল 'কাগজ কলম'কে যারা বরণ করে নিল তাদের সমীপে শ্রদ্ধা সালাম রইল বিঃদ্রঃ অল্প সময়ের ব্যবধানে আমাকে সেইফ করে নেয়ায় মডারেটরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।