আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ উল আযহা

কোরবানীর ঐ পবিত্র ঈদ জিলহাজ্জ্ব মাসের দশে , আল্লাহর নামে দাও কোরবানী নাজাত পাইবার আশে। খাঁটি মনে সঠিক নিয়ত করবে আগে আগে , একা যদি না হয় কুলান সাত নাম নিও ভাগে। যাকাত কিন্তু হয় যে ফরজ ইসলামের এক স্তম্ভ, যাকাত আদায় করতে তোমরা দেখাও না রে দম্ভ। শিশু কিশোর যারা তোদের আছে বসে ঘরে, নতুন জামা মিষ্টি খাবার দিও তাদের তরে। দায়-দায়িত্ব তবু তোদের যায়নি হয়ে সার্, বিলাও কিছু গরীব লোককে নইলে খাবে ধরা । ঈদ যেন তাই সবার ঘরে খুশীর জোয়ার আনে, ধনী-গরীব দেশের সবাই ভাসে খুশীর বানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।