আমাদের কথা খুঁজে নিন

   

বলা বারণ

যারা স্বপ্নের পিছু ধাওয়া করে জীবন তাদের কোন না কনভাবে সহায়তা করবে... কেন এমন, কবে হঠাৎ, কিসের হাওয়া, তখন বিকেল | বলা বারণ | কি অজুহাত, কোন্ সে রঙিন, কখন্ আঘাত, জলের আড়াল | বলা বারণ | কে জাগে রাত, বেলা প্রহর, পোড়ো বসত, ঠিকানা তোর | চেনা দু'চোখ, চেনা পালক, চিনি কি ঘর, স্বয়ম্বর | কেন শরীর, কেমন হাওয়া, আরশিমহল, কাকে পোড়ায় | বলা বারণ | দুরের স্টীমার, আলোর তারিখ, নিজে মানুষ, কি যে কখন | বলা বারণ | চুল ঢাকে ঘুম, ভুল করিডর, কে পলাতক, নীলচে সময় | বলা বারণ | কোন্ সে রাখাল, বিষাদ চরায়, হঠাৎ কখন, হাইওয়ে বাঁশি | বলা বারণ | কে জাগে রাত, বেলা প্রহর, পোড়ো বসত, ঠিকানা তোর | চেনা দু'হাত, লাজুক রাত, চিনি কি তোর, মুঠো কাঁচ |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।