আমাদের কথা খুঁজে নিন

   

।। অপমানের ক্ষতচিহ্ন ।।

বাঙলা কবিতা এই আদুরে বাতাস-সন্ধ্যায়, লোকে যখন সঙ্গিনীর হাত ধরে হাওয়া খেতে যাচ্ছে মোহনায়; গর্ভথলিতে কুঁকড়ে থাকা আসন্ন নবজাতকের মত আমি শুয়ে আছি ম্যাড়মেড়ে বিছানায়। ও প্রজাপতি, কিছুতেই কিছু ভালো লাগছে না আমার। জানি, স্পষ্টতই দেখতে পাচ্ছি, সমুদ্রে ও মোহনায় একের পর এক ফুটে উঠছে সারি সারি জাহাজের আলো; সন্ধ্যাশাসনের আর কোনও বাসনা ডাকছে না আমাকে। প্রতিদিন একটু একটু ক'রে তোমার পাখনায় ফুটে উঠছে ছোট ছোট অপমানের ক্ষতচিহ্ন, লোকে যতই-না ভাবুক তাকে অলঙ্কার, কিছুতেই কিছু ভালো লাগছে না আমার। ও প্রজাপতি, ডানার নকশারেণু ঝেড়ে ফেলে, উড়ে ওঠো প্রাচ্যসন্ধ্যায়! তোমার আলোক স্রোতে আমাকে ভাসিয়ে নাও মোহনার দিকে; আমাকে ভাসিয়ে নাও একঘেঁয়ে বিছানাসমেত!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।