আমাদের কথা খুঁজে নিন

   

দুই দিন পর জরিপ পাবেন, কোন পুরস্কার চান, নোবেল পুরস্কার নাকি মহানবী পুরস্কার

লেম্পপোষ্ট এর বাতি নিভে দিয়ে, জ্বালাতে পারি কৃষ্ণচূড়ায় আগুন হেহহেহেহহহেহেহে। এতো দিন আমরা মাছের আঁশে মাংস তে উপরআলা এর নাম খুঁজে খুঁজে বেরিয়েছি। জানিনা তাতে কি উপরআলা কে খুব সম্মান করি নাকি তাকে টেনে টেনে পৃথিবীতে নামাই। কারন বস্তু জগতে খালি আমার প্রভুর নাম পাওয়া যায়নি, গুগল খুজলে অন্য ধর্মাবলম্বীর প্রভুর নাম ও পাওয়া যায়। নবী কে কিছু কালপ্রিট তো নষ্ট করেছে আগেই।

এইবার নতুন পথে শুনলাম ইরান এসেছে। মহানবীর নামে বিশ্ব পুরস্কার দিবে যেটা নাকি নোবেল এর বিকল্প। আমার মনে একটা ক্ষুদ্র জিজ্ঞাসা অ্যালফ্রেড নোবেল এর মত মানুষের কাতারে মহানবী কে কি আসলেই আনা যায়। বুদ্ধি বেশি হওয়া ভাল, কিন্তু পাকনামি করলে তো বিপদ। অনেক ইসলামি গবেষক রয়েছেন তাদের নামে দিন , আপত্তি নাই।

কার্টুন এঁকে নবী কে অপমান করা আর সুক্ষ ভাবে জাগতিক খুব সাধারণ মানে মহানবী কে টেনে নামানোর মধ্যে বেশি পার্থক্য আমি দেখিনা। দুই দিন পর জরিপ পাবেন, কোন পুরস্কার চান, নোবেল পুরস্কার নাকি মহানবী পুরস্কার। । হেহেহহেহেহেহেহহেহীএহেহে । ।

এগুলাই মুসলমান এর ঝণ্ডা ধরেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।