আমাদের কথা খুঁজে নিন

   

এন ডি সি (নটরবটর ডেম কলেজ) এর ভাই ভা(পুংটা পোলাপানের ভাষায় ভা মানে ভাইয়া,তাই ভাইভা মানে ভাই ভাই ) নামে নির্যাতন

তবু দুষ্টের করি উত্থান,করি শিষ্টের বুক চুরমার । তবু অর্থের লোভে ভেঙ্গে দেই বুক,অবাধ্য সুখ দুর্বার একসাথে দুইটা দুইটা কইরা ঢুকায় । ঢুকার আগেই আমার পাশের পোলাটা বকবক কইরা আমার মাথাডা ধরাইয়া দিল । তাও মাথা থান্ডা রাখতে কলিজুর কথা ভাবলাম (আসলে সেইরকম কিছু নাই কিন্তু) আর পোলাটার দিকে তাকায়া সব গুলা কথার জবাবে মিষ্টি কইরা হাসলাম । যাউকগা খুব তাড়াতাড়ি ই ঢুকায়া দিল ।

ভাইভা বোর্ড দুইজন স্যার,দাড়িওয়ালা একজনকে দেখে ভরসা পাইলাম এবং তার কাছে গিয়েই বসলাম । মনে করলাম সকল মুসলমান ভাই ভাই । হয়ত এই উছিলায় নিয়াও নিতে পারে । কিন্তু আমি তো জানি না যে জীবনের সবচাইতে বড় ভুলটা করে ফেললাম । -স্যার আসসালামুয়ালাইকুম -বস ! -থ্যাঙ্ক ইউ স্যার ।

এবার শুরু হইলো তেনার মেজাজ খারাপ কথা গুলা -কোন স্কুল থেকে বের হইসো? - স্যার গভঃ ল্যাব হাই স্কুল? -এখানে আইসা তো আমাদেরকে খুন করা শুরু করবা । (চমকায়া গেসি। মনে পড়ল ২০০৩ সালের ঘটনা। এই স্কুলের কিছু বেদ্দপ পোলা আমাদের স্বপন গোস্বামী স্যার কে খুন করে । শালারা কই এখন জানি না ।

তবে আমারে ব্যাকসাইড বাঁশ ঠিকই দিল । তাদের দশ বছর আগের মারাত্মক পাপের জন্য আমার ভুগতে হইল । তারপরেও ভান ধরলাম শুনতে পাই নাই ) -জ্বি স্যার? -না বলি আমাদেরকে খুন করবা না আইসা? -ছি স্যার কি যে বলেন? সবাই তো আর এক রকম হয় না -হুম কিন্তু তোমার চেহারাই বইলা দিতাসে যে তুমি দুনিয়ার চালাক (মনে মনে কইলাম শাকালসে ইয়ে লাগতা হ্যায় কেয়া?তারপর ভাবলাম কই যে স্যার আপনারে দেইখাও তো তাই মনে হইতেসে আমার । যাই হোক সব কথা বলা যায় না । তাই কইলাম না ) -স্যার যে কি বলেন না ।

-ঠিকই তো বলি । আমরা মানুষ গড়ার কারিগর । চেহারা দেইখাই বইলা দিতে পারি । তুমি তো আইসাই আমাদের এখানে গেঞ্জাম শুরু করবা । (মনে মনে কইলাম একবার ঢুকি ।

তোমার কি অবস্থা করি দেখই না । সম্ভবত চান্স পামু না । তবে পাইলে অবশ্যই স্যারের কথাকে সত্য করার প্রচেস্টা চালাব । ) - ছি স্যার কি বলেন এগুলা । আমি ঐরকম ছেলেই না ।

-রেজাল্ট কি? -স্যার এ প্লাস -কিসে মিস গেসে? -যাই নাই তো স্যার । -তাইলে এ প্লাস বল কেন? -স্যরি স্যার ভুল হয়ে গেসে । -হুম এবার বল লেখাপড়া কি এ প্লাসের জন্যই পড়সো নাকি -হুম এবার বল ইংরেজী পারো তো? (মনে মনে কইলাম হালা কি কবি ক ) -বললাম জ্বি স্যার পারি বলেই তো মনে হয় । -এবার বল তাইলে,চল যাওয়া যাক এটার ইংরেজী কি? -Let's Go sir -তাইলে চল যাই এর ইংলিশ কি? -এইটাও স্যার leT's gO (তারপর কিছুক্ষন এই সেইম কাসুন্দি নিয়া পেচাইলো ) -পড়ালেখা তো কিছুই কর বলে মনে হচ্ছে না । (মনে মনে বললাম সে আর বলতে!) -স্যরি স্যার ।

প্রাইভেট পড়সো ? -জ্বি স্যার -ইংরেজীর প্রাইভেট কবে থেকে পড় ? -স্যার ক্লাস ফাইভ থেকে । -গরু ছাগলের কাছে পইড়া লাভ আসে?? কিছুই তো পার না । -আমি বললাম স্যরি সার (এইবার মাথার ভিতর আগুন ধইরা গেল । আমি বাজি লাগতে পারি বেশির ভাগ মানুষ আমার উত্তরটাই দিব । ইভেন আমি এখনো বুঝি নাই ভুলটা কি ছিল!) -এবার বল যাইতে থাক এর ইংলিশ কি? -keep going . (এই কোয়েসচেন নিয়া সে পেঁচাইতে পারল না ।

তাই দ্রুতই কোয়েসচেন পালটে ফেলল । ) -এবার বল যাইতে শুরু কর এর ইংলিশ কি? (মাথায় কিছুই আসতেসিলো না । ) -Start going -সে কি ইঞ্জিন নাকি যে স্টার্ট নিবে? -স্যরি স্যার । এর থেকে ভাল ইংলিশ জানা নাই । -হুম ।

এবার বল আমার বরং যাওয়াই ভাল এর ইংলিশ কি? -It would be better if i go -এইটা তো বাংলিশ হইল ইংলিশ না । -স্যরি স্যার এর থেকে ভাল উত্তর জানা নাই । এবার আমার পাশেরটারে জিজ্ঞেস করল । সে বলে পারব না স্যার, তার পর পরই তাকে ভাগায়া দিল । ঐ শালা আসলে কিছুই পারতেসিলো না ।

............ (এরপর আরো কয়েকটা জিনিস জিজ্ঞেস করল। যেই উত্তরই দেই না কেন সে পেঁচাবেই । এরকমই চলতেসিলো । ভাবলাম আমার ভাইভা আর কখনোই শেষ হবে না । তারপরেই অবাক কান্ড! ) -যাও তোমার জন্য শেষ কোয়েসচেন ।

এইটা পারলে ছাইড়া দিব ,বাইওলজি পারো? -স্যার চেষ্টা করতে পারি । -হুম বল কলা কাকে বলে? _(: যখন একগুচ্ছ কোষ একই উৎস থেকে উৎপত্তি লাভ করে নিবিড়ভাবে একই স্থানে অবস্থান করে এবং মিলিতভাবে একই কাজ সম্পন্ন করে তখন এ কোষগুচ্ছকে কলা বলে । পুরা বইএর সংজ্ঞা দিলাম । ) -হুম এবার যাও । -যাই স্যার আসসালামুয়ালাইকুম (অত পর স্যারের মুন্ডুপাত করতে করতে বাসায় চলে আসলাম ।

) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।