আমাদের কথা খুঁজে নিন

   

নয় আগষ্ট

নয় আগষ্ট আজম মাহমুদ আজ, ঠিক গত বছরে আজকের এই নয় আগষ্ট যখন আমার সবকিছু ছেড়ে সাতসমুদ্র হাজার নদী পাড়ি দিয়ে তোমার প্রেমের জন্যে চলে গেলাম অনেক দূরে তখন কে জানতো এ প্রস্থান তোমাকে পাওয়ার জন্যে নয়- বরং তোমাকে পেয়ে হারাবো তাই। আগামীকাল আমার জন্মদিন, জন্মদিন আমার প্রেমের টানে নতুন শহরে। এরপর যখন তুমি এলে সাত সেপ্টেম্বর ভরে গেলো বুক, ভরে গেলে হৃদয়- এগারো সেপ্টেম্বর শুভ পরিনয়। মাত্র পয়চল্লিশটা দিন হবে আমাদের যৌথতার আয়ু কে জানতো, কে জানতো আজ এই দিনে এসে তুমি সরে যাবে এতো দূরে। এতো দূরে সরিয়ে দেয়া হয়েছে আমাদের, স্মৃতি ছাড়া আর কিছু দিয়ে ছুঁয়ে দেখার সাধ্য নেই আমাদের। ০৯.০৮.২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।