আমাদের কথা খুঁজে নিন

   

কল / এসএমএস এর সিকিউরিটি রিলেটেড ৩ টি দারুণ এ্যান্ড্রয়েড এ্যাপ

তন্ময়-অন-রান.ব্লগস্পট.কম এই এ্যাপ তিনটি আমার ভয়ানক দরকার ছিলো এবং এ্যান্ড্রয়েড হাতে পাবার পর একটা বড় আক্ষেপ ছিলো যে এগুলো কেনো আগে থেকে নেই। খুবই কমদামী সেটেও এগুলো বিল্টইন থাকে অথচ এ্যান্ড্রয়ডে নেই !! ১. নির্দিষ্ট কিছু নাম্বারের এসএমএস পাসওয়ার্ড দিয়ে রাখা। ২. নির্দিষ্ট কিছু বা কোন নির্দিষ্ট প্যাটার্ণের নাম্বার এর কল/এসএমএস ব্লক করে রাখা ৩. মিসড কল বা এসএমএস এর জন্য নির্দিষ্ট সময় পর পর রিমাইন্ডার এ্যালার্ম বি:দ্র: এখানে আমি যেই সাইট থেকে এ্যাপ ডাউনলোডের লিংক দিছি সেখান থেকে এক ক্লিকেই আপনি এ্যাপ নামাতে পারবেন। যদি বুঝতে না পারেন কিভাবে তাহলে পোস্টের শেষে লক্ষ্য করুন। ১. নির্দিষ্ট কিছু নাম্বারের এসএমএস পাসওয়ার্ড দিয়ে রাখা।

আমি আশা করি এই অসাম এ্যাপটি হাতে পাবার পর আপনি আপনার বিল্ট-ইন এসএমএস এ্যাপটি আন-ইনস্টল করে দিবেন। এটি হলো GO SMS Pro 4.66 . ডাউনলোড করতে নীচের লিংকে ক্লিকান - Download GO SMS Pro 4.66 এই এ্যাপটি ইনস্টল করার পর চালু করলেই পাসওয়ার্ড উইন্ডো আসবে। ডিফল্ট পাসওয়ার্ড মে বী '৭৭৭৭', ইনপুট বক্সের নিচেই লেখা আছে দেখবেন। এরপর আপনার সব এসএমএস এখানে দেখতে পারবেন। যেটা আসল বিষয়, সেটা পেতে হলে 'প্রাইভেট বক্স' এ যেতে হবে।

এর জন্য আপনি আপনার সেটের মেনু বাটনটি ট্যাপ করুন অথবা এ্যাপ এর একদম উপরের বাম কর্ণারের আইকনে ট্যাপ করুন। নীচের মতো উইন্ডো আসবে। এখানে আমার দুইটা নাম্বার আগে থেকেই আছে, আপনার ক্ষেত্রে খালি আসবে। আপনি এই উইন্ডোর একেবারে উপরের ডান কর্ণারের আইকনে ট্যাপ করুন নীচের মতো উইন্ডো আসবে এবং যে নাম্বার গুলোর এসএমএস প্রাইভেট করতে চান সেগুলো এখানে এ্যাড করুন। আমি বিস্তারিত লিখছি না আজ, মেনু থেকে অনেক সেটিংস পাবেন, সেগুলো একটু ঘাটলেই বুঝতে পারবেন আশা করি।

২. নির্দিষ্ট কিছু বা কোন নির্দিষ্ট প্যাটার্ণের নাম্বার এর কল/এসএমএস ব্লক করে রাখা এই এ্যাপটিও অনেক দরকারি। এসএমএস ব্লক করার ফিচারটি হয়তোবা GO SMS Pro 4.66 তেই আছে আর না থাকলেও দ্রুতই এ্যাড করে দিবে, কিন্তু তারপরও কল ব্লকিং এর ব্যাপারটা থেকেই যায়। আর সে জন্যই এই এ্যাপ Ultimate Call Blocker Free 0.95 . ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিকান - Download Ultimate Call Blocker Free 0.95 এ্যাপটির মূল উইন্ডো নীচের মতো ... একেবারে ওপরে Dont Block রেডিও বাটন সিলেক্ট থাকবে, আপনি চাইলে "Custom" সিলেক্ট করে নিন। নাম্বার ব্লক করবার জন্য Block Specific Numbers চেক বক্সের পাশের Numbers বাটনে ক্লিক করুন, নীচের মতো পর্দা আসবে এখানে অলরেডী এ্যাড করা নাম্বার গুলো দেখাবে, নাম্বার এ্যাড করতে Add Numbers বাটনে ক্লিক করুন, নীচের মতো পর্দা আসবে উপরে দেখুন, আপনি চাইলে আপনার মোবাইলে আসা কোন কলারের নাম্বার কল লগ থেকে অথবা এসএমএস থেকে ইত্যাদি নাম্বার সিলেক্ট করেই এ্যাড করতে পারেন আবার চাইলে সব শেষের "Custom" বাটনে ট্যাপ করে নির্দিষ্ট নাম্বার বা প্যাটার্ণ দিতে পারেন, সেক্ষেত্রে নীচের মতো উইন্ডো আসবে ... এখানে নাম্বারস এর ঘরে সরাসরি নাম্বার লিখতে পারেন। প্যাটার্ণ, যেমন ধরুন আপনি চাচ্ছেন গ্রামীন ফোনের সব নাম্বার ব্লক করতে তাহলে ঘরটিতে ০১৭ লিখুন এবং তার নীচের ড্রপ ডাউন মেনু থেকে "Starts With" সিলেক্ট করুন, তাহলে ০১৭ দিয়ে শুরু হওয়া সকল নাম্বার ব্লক হয়ে যাবে।

বাকি অপশন গুলো আপনার আরো ঘেটে দেখবেন। যা হোক, এ্যাপটির প্রথম উইন্ডো এর নীচের দিকে Settings বাটনে ট্যাপ করলে নীচের মতো উইন্ডো আসবে... এখান থেকে আপনি কল নাকি এসএমএস নাকি দুটোই ব্লক করতে চান তা সিলেক্ট করতে পারেন আবার কিভাবে ব্লক হবে, অর্থাত কল প্রবেশ করাতেই পারবে না নাকি কল আসলে এই এ্যাপটি তা ধরে রেখে দিবে নাকি কল আসলে কোন রিংটোন না বেজে ফোন সাইলেন্ট হয়ে থাকবে তা নির্ধারণ করে দিতে পারেন। ৩. মিসড কল বা এসএমএস এর জন্য নির্দিষ্ট সময় পর পর রিমাইন্ডার এ্যালার্ম আমার মনে হয় এটি খুবই জরুরী একটি এ্যাপ। এ্যাপটি হলো Missed Call / SMS Alert 2.0 . ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিকান - Download Missed Call / SMS Alert 2.0 এ্যাপটি ইনস্টল করে ওপেন করলে একটি পর্দা আসবে, ব্যাক কী ট্যাপ করুন, পুনরায় একটা পর্দা আসবে, ব্যাক কী ট্যাপ করুন, এ্যাপ এর মূল উইন্ডো আসবে। এখানে দেখুন কল এবং এসএমএস উভয়ের জন্যই এ্যালার্ট এনাবল করা আছে, আপনি চাইলে ইচ্ছেমতো ডিজএ্যাবলও করতে পারেন।

যা হোক এবার উপরের দিকে থাকা Preference ট্যাব এ ট্যাপ করুন, নীচের মতো উইন্ডো আসবে ... এখান থেকে আপনি নির্ধারণ করে দিতে পারবেন রিমাইন্ডার এ্যালার্ম কতক্ষণ পর পর বাজবে এবং কতবার বাজবে। এবার এই উইন্ডোতেই স্ক্রল করে একটু নিচে নামুন, নীচের মতো অপশনস পাবেন ... এখান থেকে আপনি এ্যালার্ম এর জন্য সাউন্ড নির্ধারণ করে দিতে পারবেন এবং সেটার ভলিউমও নির্ধারণ করতে পারবেন। ----------------------------------------------------- যেভাবে ডাউনলোড করবেন এ্যাপ গুলো : আমার দেওয়া লিংক এ যেয়ে উপরে বাম কর্ণারে দেখুন এবং নীচের ছবির মতো করে কাজ করুন (সবুজ রং এ চিহ্নিত) ----------------------------------------------------- আশা করি এ্যাপ গুলো আপনাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে। গতকালের এ্যান্ড্রয়েড রিলেটেড পোস্টটি যারা মিস করেছেন তাদের জন্য লিংক (নিজস্ব ব্লগ এর) ব্যাবহার করুন থিমস এবং আপনার এ্যান্ড্রয়েডকে দিন নতুন রূপ ______________ ব্যাক লিংক :: ডোন্ট ক্লিক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।