আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের দরকার ৫০ লাখ পাগলা মানুষ...রম্য

জীবনকে এডিট করা যায় না কখনো ..। আমার এক গুরু জন অনেকদিন আগে একটা গল্প বলেছিল রাজদরবারের জোতিষী রাজা কে বলল ..কিছু দিন পর এমন একটা বৃষ্টি হবে যে বৃষ্টির পানি পান করলে সবাই পাগল হয়ে যাবে রাজা বলল বাচার উপায় কি ? জোতিষী : মহারাজ আমরা আগে থেকেই পানি সংরক্ষণ করে রাখতে পারি . রাজা : তা হলে তাই করো যথারীতি পাগলা বৃষ্টি হলো ..রাজ্যের সবাই বৃষ্টির পানি পান করলো এবং সবাই পাগলের মত আচরণ করা শুরু করলো কেউ রাজার আদেশ মানে না , এই নিয়ে রাজার মহা চিন্তা ..এভাবে তো রাজ্য পরিচালনা করা যায় না রাজা বলল কি করা যায় পন্ডিত পন্ডিত : আগ্গে হুজুর ..একটাই উপায় আছে আপনিও সেই পাগলা পানি পান করেন আমাদের ক্ষেত্রে উল্টা ..আমাদের রাজারা পাগলা পানি খাইছে .আমরা যাই কই.তারা তা মানে না হেডিং এর বেপারে পরে আসব..সবাই মনে হয় সেই ঘটনা জানেন এক রাজা নেংটা হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে আমার পোশাক কেমন সবাই মুচকি মুচকি হাসছে ..কিন্তু তেল মারছে..আগ্গে রাজা অনেক ভালো ,অনেক ভালো .. কিন্তু একটা বালক বলল ..আমাদের রাজা নেংটা ,আমাদের রাজা নেংটা এবার আসি আসল কথায় .দেশের যা পরিস্থিতি কথা বলার কোনো জ নেই . কিছু বললেই বলে আপনি হেন তেন ..রাস্তদ্রোহী ..আরো কত কি / এগুলো বলার মত কিছু নাই ..সবাই জানে কিন্তু আমাদের দরকার ৫০ লাখ পাগলা যারা অবলীলায় বলে দিতে পারবে সত্য কথা , যারা মরণের ভয় করবে না .. যারা বলে দিবে আমাদের রাজা নেংটা ..আমাদের রাজা নেংটা যারা যারা সেই ৫০ লাখ এর কাতারে নাম লিখতে চান তারা চিত্কার দিয়ে বলেন ..আমাদের রাজা নেংটা ..আমাদের রাজা নেংটা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.