আমাদের কথা খুঁজে নিন

   

শেষ দেখা ২

অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে শেষ দেখা ২ বৃষ্টি শেষের এ বিকেল বেলা ছয় তারে বসেছে সুরের মেলা তারপরে দূর কোন মেঠো পথে ভেজা সুর হেঁটে যায় একলা ভেজা আকাশে ভেজা মেঘের ভেলা দূর চেনা কোলাহল টানছে না ভাবতে গিয়ে কেমন অবাক লাগে তোমার কথা মনে পড়ছে না ক্যানভাসের রঙ সাদাকাল আলোছায়ার মত ছবিগুলো মনে পড়ে না আর যখন তখন আলোছায়ার মত ছবিগুলো ভেবেছিলাম সে ছবি রয়ে যাবে অসমাপ্ত গানের আল্পনায় ভেজা আকাশে ভেজা মেঘের ভেলা সেই ভেজা চোখ মনে পড়ছে না প্রতীক্ষার পালা শেষ হলে শব্দহীনতায় যায় রয়ে ফেলে আসা গল্পের শেষটুকু অসমাপনের আলাপন হয়ে তারপরও কত গান কত কথা মিছেমিছি কবিতায় তাকে খোঁজা শেষ দেখা সেই কুয়াশা রাতে সেই সে আমার শেষ কবিতা ৪ নভেম্বর, ২০০৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।