আমাদের কথা খুঁজে নিন

   

হে পাক-পরওয়ারদিগার ‘নখদন্ত’ নাইবা থাকিল নিদেন পক্ষে রয়েল বেঙ্গল টাইগারের মত গর্জিয়া উঠিবার হিম্মত দিও

পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ তদন্ত পর্যবেক্ষণ করতে বিশ্ব ব্যাংকের তিন সদস্য রোববার সকালে ঢাকায় আসছেন। ঢাকায় এসেই তারা দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমানসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ’ “আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান প্রসিকিউটর লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পো ফৌজদারি আইন বিশেষজ্ঞ ৬১ বছর বয়সি মোরেনো ওকাম্পো নিজ দেশ আর্জেন্টিনায় সামরিক সরকারের দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরোধিতায় উচ্চকণ্ঠ ছিলেন। বুয়েনস আইরিস ইউনিভার্সিটিতে অধ্যাপনার পাশাপাশি তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও হার্ভার্ড ল স্কুলে পড়ান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন তিনি।

বিশ্বে মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০০৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে তার প্রথম প্রসিটিউটর হিসেবে নিয়োগ পান মোরেনো ওকাম্পো। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে তাকে গ্রেপ্তারের পরোয়ানা জারির আবেদন করেছিলেন ওকাম্পো। সেই পরোয়ানা জারিও হয়েছিল। তবে বিচারের আগেই নিহত হন গাদ্দাফি। ” “মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন প্যানেলের অন্য দুই সদস্য হলেন- হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং এবং যুক্তরাজ্যের দুর্নীতি দমন কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান।

” (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা, অক্টোবর ১৩ । ------------------------------- হে পাক-পরওয়ারদিগার, “নখদন্তহীন বাঘ” দুদকের চেয়ারম্যান গোলাম রহমানকে বড়বড় ‘নখ’ এবং বড়বড় ‘দন্ত’ওয়ালা ধলা চামরার সিংহ এবং ব্যাঘ্রকুলের হস্ত হইতে রক্ষা করিও। হে পরম করুনাময় আমাদের দুদক সাহেব অতিশয় দয়ালু মানুষ,চেয়ারম্যানের চেয়ারের আরাম পোহাইতে গিয়া কত্তো কিছু কইছেন,কত্তো জনারে সফেদ সনদ দান করিয়াছেন আবার চাপরাশি ড্রাইভারদের কি না কি বলিয়াছেন, তুমি কিছুই স্মরণে রাখিও না। ‘নখদন্ত’ নাইবা থাকিল, তাহাকে নিদেন পক্ষে রয়েল বেঙ্গল টাইগারের মত গর্জিয়া উঠিবার হিম্মত দিও। আমিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।