আমাদের কথা খুঁজে নিন

   

।। প্রজ্ঞাপারমিতা পুঁথি ।।

বাঙলা কবিতা _________ এই সুড়ঙ্গ পথে, ইতিহাসের ভেতরে ঢুকে যেতে চাইনি আমি, তুমিই আমাকে ধাক্কাতে ধাক্কাতে ঠেলে দিচ্ছো সম্রাট অশোকের রাজ দরবারে; ত্ক্ষশীলার বিদ্রোহ থামিয়ে আমাকে এগিয়ে যেতে হচ্ছে আরও দূর উজানে, কপিলাবস্তু থেকে লুম্বিনীর দিকে; স্মৃতির সুড়ঙ্গ ধ'রে আমাকে যেতেই হচ্ছে বিস্মরণায়, দয়া নদীর পাড়ে আর মনে পড়ছে সেই ভ্রমণ ও বিশ্রামের দিন, রামকুট পাহাড়ের কথা; মনে পড়ছে স্বর্ণধূলিলিপ্ত সিংহশয্যা। আর তারপর আকস্মিক এই মধ্যরাতে প্রজ্জ্বলিত অন্ধকার ও দাউ দাউ অগ্নির ভেতরে দাঁড়িয়ে, দাহিরের ছদ্মেবেশে, আবারও আমাকে দেখতে হচ্ছে মুহম্মদ বিন কাশিমের তাণ্ডব; ভুবন শান্তির ভেতরে দাহ্যমান এই সিন্ধু, মুলতান, সেহওয়ান ও ধালিলা। বোধির শিলাখণ্ডে বিলুপ্ত হতে হতে বিকট অন্ধকারের মধ্যেই শুনতে পাচ্ছি ত্রিবিধ অট্টহাসি। বিমর্ষ স্তব্ধতা আমি চাইনি, শান্তি ও শ্রেষ্ঠত্বের নামে তুমিই আমাকে পরিয়ে দিচ্ছো মৌন পোশাকের মত বসন্তের এই ক্ষতচিহ্নগুলি; স্বপ্ন ও শিল্পের কোমলতায় গড়া তোমার কচিপাতা-করতল মুহূর্তেই হয়ে উঠছে এবড়ো থেবড়ো কিন্তু করাতের মত ধারালো। এই ভূলুন্ঠিত বিদীর্ণ প্রহরেও জয় হয়েছে আমার, যেমন একাত্তরে। বিচূর্ণিত প্রশান্তির এই বিজয় ধুলোরাশি আবারও তুলে দাও থোয়া ইংছির হাতে; হিংস্রতা শায়িত হোক আমার শরীরে শান্ত সিংহশয্যায়। ______

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।