আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মা নদীর মাঝিরে।

প্রদীপ হালদার,জাতিস্মর। পদ্মা নদীর মাঝিরে ফিরে একবার তাকাও রে। আমি যারে ভালোবাসি সে থাকে পদ্মা নদীর ওপারে একটিবার বলো তারে সে যেন আসে আমার কাছে। কত মাঝি এলো গেলো কেউ এলো না ফিরে আমার কথা শুনলে পরে আসতো সে যে ফিরে। পদ্মা নদীর ধারে বসে তোমার কথা ভাবি সেই যে তুমি চলে গেলে আর তো দেখা নাহি।

এই জনমে আসবে কি আর আমার কাছে ফিরে নাকি আসতে গিয়ে ডুবে যাবে পদ্মা নদীর জলে। পদ্মা নদীর মাঝিরে আমার কথা শোনো রে। আমার মনের কথা আমি বলবো বলো তোমাকে আমি যারে ভালোবাসি সে থাকে পদ্মা নদীর ওপারে। তার আশায় বসে আছি পদ্মা নদীর ধারে। কত মানুষ এলো গেলো পেলাম নাগো তারে।

এই জনমে তারে ছাড়া কাঊকে ভালোবাসবো না আমার ডাকে না দেয় সাড়া পদ্মা আমি বাঁচবো না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.