আমাদের কথা খুঁজে নিন

   

বিসিএস নিয়ে কর্মশালা, আয়োজনে সাস্ট ক্যারিয়ার ক্লাব

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রস্তুতি বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাবের প্রশিক্ষণ উয়িং ‘স্কুল অব ক্যারিয়ার এই কর্মশালার আয়োজন করে। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক সালেহ উদ্দিন বলেন, বিসিএস পরীক্ষায় পাস করে চাকরি নিয়ে সবচেয়ে ভালোভাবে দেশের সেবা করা যায়। তাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই স্বপ্নের বীজ বুনতে হবে।

তাহলেই এতে ভালো ফল করা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কবির হোসেন, ক্যারিয়ার ক্লাবের মডারেটর ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ আলম প্রমুখ, ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম নোমান। উদ্বোধনী অধিবেশনের পর বিসিএস পরীক্ষায় প্রস্ততির জন্য শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের পরীক্ষায় প্রস্তুতি নিয়ে পরামর্শ দেপররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা তানভীর আহমদ তরফদার, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সুমন আচার্য, পুলিশ ক্যাডারের কর্মকর্তা আবু নোমান মিথুন ও তথ্য ক্যাডারের কর্মকর্তা সালেহ ঊদ্দিন। কর্মশালায় সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় বলে আয়োজকরা জানান। সমাপনী পর্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৩১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা দেয়া হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.