আমাদের কথা খুঁজে নিন

   

আম্রিকায় পরতে যাইতাম চাই, হেল্পানগো,,,হেল্পান............. :'( :'(

তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক ! গতবছর জিআরই দিসিলাম। স্কোর পাইসি ১০৩০.। গণিতে ৬৫০, ভার্বালে ৩৮০ :"( এই স্কোর পাইয়া আশা ছাইর দিসিলাম। বিসিএস দেওয়া শুরু করষিলাম। যেই ডুর্নিতির বাাতাস দেখতাসি, এইটার আশা বাদ।

বিদ্যাশ যামু । এই স্কোরে কী আম_ড়িকা নিবে আমারে? পরালেখাটা অন্তত ফ্রি দিলে খা্ওন খরচ মনে হয় জুটাইতে পারুম .......আর্টসের কোনো সাবজেক্ট হইলেই হয়, পাবলিক পলিসি হইলে সবচে ভাল.। ইতিহাস হইলেও আপত্তি নাই । প্রয়োজনে আম্রিকান স্টাডিজেও পরতে রাজী আছি..খালি যাওন দরকার.......। ফ্রেশ গ্রাজুয়েট, কুনো রিসার্স নাই, এক্ষট্রা কারিকুলামে ভাল দক্ষতা আছে...কারিকুলামে নাই/........।

৩.৩৩ পাইয়া অনার্স পাশ দিসি........হেল্পান ভাই.। অন্ধকারে আলো দেখান.....। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।