আমাদের কথা খুঁজে নিন

   

ভিডিও এডিটিং কোর্স পর্ব-০১

এডিটিং এর বাংলা অর্থ সম্পাদনা। কোন কিছুকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করাই এডিটিং। এডিটিং সফটওয়্যারের এর মাধ্যমে পান্ডুলিপি অনুসারে ক্যাপচার বা ডিজিটাইজকৃত ভিডিও ফুটেজ এবং অডিও ডাটাকে সাজিয়ে কোন অর্থবোধক ক্লিপ তৈরী করার প্রক্রিয়াকে ভিডিও এডিটিং বলা হয়। এডিটিং এর প্রয়োজনীয়তা ক. অসুন্দরকে বাদ দেয়া বা আড়াল করা। খ. বিষয়বস্তুকে শিল্পগুণসম্পন্ন করে উপস্থাপন করা।

গ. দর্শকদের বিরক্তির হাত থেকে বাঁচানো। ঘ. বক্তব্য বা মতামতকে সূচারু ও নান্দনিক উপস্থাপন করা। প্রযুক্তিগতভাবে ভিডিও এডিটিং দু’প্রকার। ক. লিনিয়ার ভিডিও এডিটিং খ. ননলিনিয়ার ভিডিও এডিটিং লিনিয়ার ভিডিও এডিটিং লিনিয়ার ভিডিও এডিটিং হলো লাইনভিত্তিক ভিডিও এডিটিং যে পদ্ধতিতে লাইন টু লাইন এর মাধ্যমে চিত্র সম্পাদনা করা হয় । এটি চিত্র সম্পাদনার প্রাচীনতম পদ্ধতি।

এপদ্ধতিতে এক ভিটিআর থেকে আরেক ভিটিআর এ রের্কডিং এর মাধ্যমে চিত্র সম্পাদনা করা হয়। ননলিনিয়ার ভিডিও এডিটিং যে পদ্ধতিতে ক্যামেরায় ধারনকৃত ভিডিও সমূহ কম্পিউটার এ সফটওয়্যার এর মাধ্যমে হার্ডড্রাইভে এ ক্যাপচার/ডিজিটাইজ করে সম্পাদনা করা হয়। এটি ভিডিও এডিটিং এর আধুনিকতম পদ্ধতি। ননলিনিয়ার এ ভিডিও এডিটিং ও এডিটর দুই রকমের হয়ে থাকে: অনলাইন ভিডিও এডিটিং (অনলাইন এডিটর) একই সময়ে অনেকগুলো ক্যামেরায় ধারনকৃত চিত্র এবং চিত্রের সাথে সম্পর্কিত শব্দ একটি Online Switching এর মাধ্যমে একটি VTR এ Recording করার প্রক্রিয়াকেই Online Editing বলে। এক্ষেত্রে Online Editor এবং Director কে একই সময়ে প্রতিটি ক্যামেরায় ধারনকৃত ছবি পৃথক পৃথক Video Monitor এ দেখে Switching এর সিদ্ধান্ত নিতে হয়।

অফলাইন ভিডিও এডিটিং (অফলাইন এডিটর) একই সময়ে অনেকগুলো ক্যামেরায় ধারনকৃত চিত্র কিংবা একটি ক্যামেরায় ধারনকৃত চিত্র এবং চিত্রের সাথে সম্পর্কিত শব্দ Video Tape এ ধারণ করা হয়। পরবতীতে Editing Panel এ এনে সেগুলো Digitize করে স্ক্রিপ্ট অনুযায়ী সম্পাদনা করা হয়। চলবে........... ভিডিও এডিটিং কেন শিখবেন ও এর সম্ভাবনা নিয়ে লেখা পোষ্ট যারা শিখবে দেখেনিন পোষ্টটি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.