আমাদের কথা খুঁজে নিন

   

বলিউডে পা রাখছেন মেগান ফক্স!

বলিউডের ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেন ‘ট্রান্সফরমারস’খ্যাত হলিউডের অভিনেত্রী মেগান ফক্স। ছবিটির গল্প ও বিষয়বস্তু তাঁর পছন্দ হয়েছে বলেও দাবি করেছেন এর পরিচালক রাজীব জাভেরি। সবকিছু ঠিক থাকলে এবার বলিউডের ছবিতে অভিষেক হবে আবেদনময়ী এ তারকার।
এখন পর্যন্ত মনিকা বেলুচ্চি, ক্যাথরিন জেটা জোনস, রাসেল ক্রো, প্যারিস হিলটন, ক্রিস্টেন স্টুয়ার্টসহ হলিউডের বেশ কয়েকজন তারকা বলিউডের ছবিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। বলিউডের ছবিতে হলিউডের তারকাদের অন্তর্ভুক্তির বিষয়টিও নতুন কিছু নয়।


১৯৯৫ সালে গোবিন্দ অভিনীত ‘রক ড্যান্সার’ ছবিতে দেখা গিয়েছিল ব্রিটিশ গায়িকা ও অভিনেত্রী সামান্থা ফক্সকে। পরবর্তী সময় হিন্দি ছবিতে দেখা গেছে ডেনিস রিচার্ডস, সিলভেস্টার স্ট্যালোনসহ আরও কয়েকজন হলিউডের তারকাকে। সবকিছু ভালোয় ভালোয় এগোলে এবার সেই মিছিলে যোগ দেবেন ২৬ বছর বয়সী মেগান ফক্স।
‘ফেভার’ ছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রাজীব। সম্প্রতি ছবিটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য মেগানকে প্রস্তাব দিয়েছেন তিনি।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন রবি আগারওয়াল ও মহেশ বালাকুন্দারি। জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।
রাজীব জানিয়েছেন, থ্রিলারধর্মী ছবিটির গল্প গড়ে উঠেছে সুইজারল্যান্ডের প্রেক্ষাপটে। এর শুটিংও হবে সেখানে। গল্প ও চিত্রনাট্যের প্রয়োজনেই ছবিটিতে আন্তর্জাতিক তারকাদের অন্তর্ভুক্ত করতে চান তিনি।

এ ছাড়া, হলিউডের তারকাদের উপস্থিতি থাকলে কোনো ছবি নিয়ে দর্শক আগ্রহ অনেকটাই বেড়ে যায় বলেও মনে করেন এ নির্মাতা।
বলিউডের ছবিতে অভিনয়ের প্রস্তাবে মেগান সাড়া দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে রাজীব জানিয়েছেন, ‘মেগান ফক্সের আইসিএম পার্টনারস এজেন্সির সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমাকে জানানো হয়েছে, বেশ গুরুত্ব সহকারে ছবিটিতে অভিনয়ের কথা ভাবছেন মেগান। তাঁর ইতিবাচক সাড়া পাওয়ার বিষয়ে আমি যথেষ্ট আশাবাদী। এই মুহূর্তে এর বেশি কিছু বলতে চাচ্ছি না।


এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, সবকিছু ঠিকঠাক মতোই এগোচ্ছে। মেগান এখনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা না জানালেও, ছবিটির চিত্রনাট্য তিনি খুবই পছন্দ করেছেন। তিনি বলিউডের এই ছবিটিতে যুক্ত হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন। এরই মধ্যে ছবিটির নির্মাতাকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর অনুরোধ করা হয়েছে মেগানের পক্ষ থেকে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।