আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন দখল! স্বপ্ন বদল! স্বপ্ন ঘুমের পথ...

মুন রিভার ... স্বপ্ন ভর্তি রাজপথে হেঁটে যায় কিছু লোক, এবার, তাদের কথা হোক! কথা ছিলো খুব প্রতিবাদ হবে যখন যেখানে দ্রোহ থমকাবে, কথা ছিলো খুব নির্ভার সাঁঝে সখ্যতা হবে রোজ! তাদের কথা হোক, যারা দেখেছিলো শরৎ আকাশ জোছনাবিহার, আসমানী চাঁদ যারা বুঝেছিলো কবিতার রঙে ঝড় তোলা সম্ভব! তাদের ছিলো ক্ষোভ, কৃষক জমিতে ফসল ফলাবে মহাজন তার সবটুকু নেবে বিলবোর্ড, চর দখলের মত দখলে নেবে রোদ! দু চোখে প্রতিশোধ! তাদের ছিলো সাহস অটুট মুষ্টিবদ্ধ, হাতিয়ার খুব উচ্চকন্ঠে, কাঁধে রেখে কাঁধ হাজার লক্ষ লোক! তাদের কথা হোক, ভুল ভাবনায় স্বপ্ন পথে যারা হেটেঁছিলো বিরুদ্ধ স্রোত, যোজন যোজন ভাসিয়ে দূরে আছড়ে ফেললো ঢেউ ... তাদের ভিতর আমি আর তুমি হয়ে গেলো কেউ কেউ! চারপাশে সব বিভেদ সুরের গান কথা ছিলো স্বপ্নবাজী, সাহসী সন্তান!'  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.