আমাদের কথা খুঁজে নিন

   

বিগ বি'র জন্মদিনে 'আরাধ্য' চমক

বুধবার অমিতাভ বচ্চনের ৭০তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের রিলায়েন্স মিডিয়া ওয়ার্ক ফিল্ম সিটিতে তারাঝলমলে এক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল । ঐশ্বরিয়া রাই বচ্চন উপস্থিত সংবাদকর্মীসহ সবাইকে চমকে দিয়ে বচ্চন পরিবারের নতুন সদস্য আরাধ্য বচ্চনকে দেখার সুযোগ করে দেন। অমিতাভ বচ্চনের ৭০তম জন্মদিন ১১ অক্টোবর । এক দিন আগেই তাঁর জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হন তাঁর পরিবারের সব সদস্য, বন্ধু-সহকর্মী, বলিউডের জনপ্রিয় অনেক তারকা, রাজনীতিবিদসহ প্রায় অনেক অতিথি।

গত বছরের নভেম্বরে আরাধ্যের জন্মের পর থেকেই সবার মধ্যে ব্যাপক আগ্রহ তাকে একনজর দেখার জন্য । কিন্তু বচ্চন পরিবারের সদস্যরা কোনো এক রহস্যজনক কারণে তাকে জনসমক্ষে আনেননি । আরাধ্যর ছবি তুলতে সংবাদমাধ্যম বিভিন্নভাবে চেষ্টা করেছে । কিন্তু ঐশ্বরিয়া ঘরের বাইরে বের হলেই অত্যন্ত সতর্কতার সঙ্গে আরাধ্যের মুখ ঢেকে রাখতেন । অবশেষে ঐশ্বরিয়া সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে আরাধ্যের মুখ দেখার সুযোগ করে দিলেন ।

অমিতাভের জন্মদিনের অনুষ্ঠানে অন্যতম চমক ছিল আরাধ্যের এই মুখদর্শন। ছোট্ট আরাধ্যকে সাদা রঙের পোশাকে দারুণ দেখাচ্ছিল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।