আমাদের কথা খুঁজে নিন

   

কাকতাল

কতটা স্বপ্ন পুড়িয়ে দিশেহারা হওয়া যায়? রাত্রির আধার কি বেদনার অশ্রু ঢাকতে পারে? শুরুটা স্বপ্নীল আর শেষে ধিকৃত বিদায়! একটু না হয় ভালবাসো বলে ফিরবে কি কেউ দ্বারে দ্বারে? অভিমানী তবু সুজোগ খোঁজে এই বুঝি কেউ ভালবাসলো, আরে না এতেই তার ভাগ্য শিকে ছিড়ল! যারে দেখতে নারি তার চলন বাঁকা! দুর্দিনে বড় দুর্বল থাকে মন। তবু দেখো শেষ হয় না অপেক্ষা, চোখে কান্না তো বুকে বন্ধন। পথ ভুলে যদি ফেরা হয় কোনো কালে, ভুলের ফুল ফোটার কাকতাল। অতিত গিয়েছে সাথে বর্তমানও যাক রসাতলে, ভবিতব্য ভবিষ্যতই একমাত্র ঢাল।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.