আমাদের কথা খুঁজে নিন

   

~~~ লুল কাব্যঃ ঝামেলা ~~~

কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :) আসলে একটা ঝামেলায় আছি - ...................................... বুঝলে সমীর ! পথে ঘাটের বাছ্‌ - বিচার নেই যাকেই দেখি তাকেই কেন যে .................................... মনে ধরে যায় । ভালোই একটা ঝালেমাতে আমি - ...................................... বুঝলে লতা ! মুখের দিকে চাইলেই ভাবি ............ ওর হাসিটা বুঝি আমার শুধুই আমার , আর কারও নয় ! আচ্ছা ঝামেলায় পড়া গেল তো - ..................................... বুঝলে গগন পাল ! কারো মুখের হু'কেয়ারস্‌ ভাব ............................ বিষাদ চাহনি , দেখলে মনে হয় মোর বেদনা ........... ওর পরাণে যেন সহেনি , এ সব ; স - অ - ব বিধাতার চাল ! হায়াজনক অস্বস্তিকর সেই ঝামেলা - .......................... বুঝলে করুণা দি ' ! কারও বাষ্পে ভেজা অধরজোড়া ঈষৎ কেঁপে খুললে ভাবি ........ যাই , কষে একটা চুমু বসিয়ে দিই ! সেই ঝামেলায় আজও আছি - .......................... বুঝলে শীতের শিশির ! উত্তর - দখিন - পুব - পশ্চিম , কোমল কিছু দেখলেই হল - আদিম - বুনো - সভ্য - মলিন , মনে হয় ও - ................... আমার যেন শুধুই আমার । ................... মুহূর্ত দু'য়েক দুঃখ করে ভুলে যাবার !! ২৩/০৮/২০০৫ ( ঢাকা ) ফটোঃ গুগল মামা  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।