আমাদের কথা খুঁজে নিন

   

লাল নীল সবুজ

মেঘলা অভিমান আমাদের তিনজনের মাঝে নীলের সাথেই প্রথম দেখা হয়েছিল আমার। প্রথম দিন বুঝিইনি যে এই নীল আমার ক্যানভাসেই এত দাপটে ঘুরে বেড়াবে। শুধু নীল?নীলের সাথে যে ঐ লালটাও আছে!লালের সাথে আমার প্রথম দেখা হয়েছিল ঠিক নীলের সাথে দেখা হবার পরের দিন। ওকে দেখেও সত্যিই বুঝিনি যে ও এতটা রং ছড়িয়ে দেবে আমার ক্যানভাসে। আরো কিছু রং ছিলো তখন আমার~ হলুদ,বেগুণী,সাদা,কালো,কমলা..... আরও কত!!!!! আমার পরিচয়টাই তো দেয়া হল না! আমি সবুজ।

প্রকৃতির সবুজ। গাছের পাতায় থাকতে বেশী ভালোবাসি। বোধ হয় বুঝে গিয়েছিলাম যে ওটাই আমার নিরাপদ জায়গা। তবে ঐ সবুজের মাঝখানে লাল নীল ফুল ফোটাতে ভালোই বাসতাম। আর এ কারণেই বোধ হয় নীল আর লালটাকে বড্ড বেশী আপন করে ফেলেছি।

আর এই আমরা সবাই যেন মিশেও গেছি একসাথে একপথে আর এক রং হয়ে....... এক ক্যানভাসে পাগলের মত মিশে ঝড় তুলেছি নিত্য নতুন ভাবে। নতুন তালে নতুন ভাবে নতুন ঢংএ নতুন রকম সেজেছি। এত এত সাজ এত এত নতুনত্বে মাঝে সময়টা যে ফুরিয়ে গেল কখন বুঝতেই পারিনি। আজ তাই লাল এর নিশ্চুপ চলে যাওয়াটা যেন বড্ড বেসশী বাজিয়ে গেল। আজ একটা কালো বৃষ্টি এসেছিল আমার আকাশ জুড়ে।

আমাকে আর নীলকে ধুয়ে দিয়ে গেছে। আজ তাই ক্যানভাসটা বড্ড বেশী ফাকা। নীলটাও চলে যাবে কদিন পর। আমিও যে থেমে থাকব তাও না। আমিও চলে যাব।

জড়িয়া যাব অন্য কোন ক্যানভাসে। শুধু থাকবে না আমাদের রং আর আমাদের খেলা। নীলের সাথে আজ যখন গ্রীণল্যান্ড,কুড়িল বা বাহামা দ্বীপপুঞ্জে ঘুড়ে বেড়াই তখন কেমন যান ঝাপসা লাগে সব। আর কদিন পর যাও্য়াই হবে না কোথাও কিংবা থাকবে না কিছুই আর.......।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।