আমাদের কথা খুঁজে নিন

   

৪ দিনে লাখপতি

জড় এক প্রসঙ্গ কাঠামোর নিবিড় পর্যবেক্ষক :P একদা এক দেশে ছিল আবুল, মফিজ এবং মগা নামে তিন জন তুখোড় ফল ব্যবসায়ী। তারা কেউ কাউকে দেখতে পারতো না। তাদের মাঝে ঝগড়া-বিবাদ, মনোমালিন্য লেগেই থাকতো। এসবে অতিষ্ট হয়ে তারা ঠিক করল নিজেদের মধ্যে মীমাংসা করবে। যেই বলা সেই কাজ, তিন জনে মিলে ঠিক করল তারা প্রত্যেকে আলাদা ভাবে এক সপ্তাহের জন্য একই ফলের বিজনেস করবে।

যে সবচেয়ে বেশী লাভ করতে পারবে তাকে বাকী দুইজন সেরা বলে মেনে নেবে। ঠিক হল তারা তরমুজের ব্যবসা করবে। প্রথমেই লটারীর মাধ্যমে এল আবুলের পালা। আবুল তার সব ব্যবসায়িক বুদ্ধি নিয়ে ঝাপিয়ে পড়ল। খুব সুন্দর করে দোকান সাজালো।

টসটসে, চকচকে তরমুজ দোকানে সাজিয়ে রাখলো। কিন্তু এত কিছুর পরও এক সপ্তাহ পর আবুল লাভ তো করতে পারলোই না বরং ১ লক্ষ টাকা লোকসান করল। কষ্টে দুঃখে বেচারা ব্যবসা করাই ছেড়ে দিল। এবার এল মফিজের পালা। মফিজ আবুলের চেয়ে ব্যবসায়িক বুদ্ধিতে এককাঠি সরস।

সে ব্যবসার শুরুতে আই বি এ থেকে পাশ করা এক চটপটে ছেলেকে নিজের এসিসট্যান্ট হিসেবে নিয়োগ করল। দোকানে খুব সুন্দরী দেখতে এক নারী সেলসম্যান বসাল। বিখ্যাত মডেলদের দিয়ে তরমুজ হাতে বিজ্ঞাপন নির্মান করলো। এবং " মফিজ তরমুজ ঘর " লিখা ব্যানারে, বিলবোর্ডে ছেয়ে ফেললো নগরী। এতে করে তার অনেক তরমুজ বিক্রি হল বটে কিন্তু এই দিকে তার এসিসট্যান্ট সেই সুন্দরী সেলসম্যান এর সাথে বেশ কিছু তরমুজ নিয়ে পালালো ।

এক সপ্তাহ পর হিসেব করে দেখা গেল মফিজ তার মূলধন তুলতে পেরেছে, কিন্তু খুব একটা লাভ হয়নি। এবার মগা কি করে দেখার পালা। আবুল কিংবা মফিজের মত এত কর্ম তৎপরতা দেখা গেলনা মগার মাঝে। সে তার ভাঙ্গাচুরা দোকানে খুবই নিন্ম মানের তরমুজ তুলল। প্রথম দুই দিনে একটা তরমুজও বিক্রি হল না।

মগা মশা মেরেই সারাটা সময় কাটিয়ে দিল। কিন্তু তিন নাম্বার দিন থেকে হঠাৎ বিক্রি অনেক বেড়ে গেল। শিশু, যুবক, বৃদ্ধ সবাই দিনে আট-দশটা করে তরমুজ কিনেতে লাগলো, আর মগার ব্যবসা ফুলে ফেপে উঠল। ৪ দিনের মাথায়ই মগা কয়েক লাখ টাকা লাভ করে ফেললো। আবুল আর মফিজ মাথা নিচু করে মেনে নিল তাদের মধ্যে মগাই সেরা।

কিন্তু তাদের কৌতুহলের অন্ত রইলো না এই ভেবে যে তারা এত কিছু করেও যেখানে লাভ করতে পারলো না সেখানে মগা কিছু না করেই ৪ দিনে লাখপতি হল কেমন করে?? একথা শুনে মগা মুচকি হেসে তাদের সামনে দুই দিনের পুরোনো খবরের কাগজ তুলে ধরলো। সেখানে বড় বড় করে শিরোনাম "ভায়াগ্রার কাজ করবে তরমুজ!!" সেদিন আবুল আর মফিজও মগার কাছ থেকে দুটো জাম্বো সাইজ তরমুজ কিনেছিল।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।