আমাদের কথা খুঁজে নিন

   

আজ তাসলিমার বাল্যবিয়ে : নির্বিকার প্রশাসন

এখন না.......। বাল্যবিয়ের শত কুফল এবং আইনি নিষেধাজ্ঞা জেনেও নিজ মেয়ের পড়া লেখার স্বপ্ন ভেঙ্গে তার বাল্যবিয়ের সকল আয়োজন সম্পন্ন করেছেন আনোয়ার হোসেন আমান, চলছে তার গায়ে হলুদ। সপ্তম শ্রেণী পড়ুয়া তাসলিমার বোঝার বয়স হয়নি সংসার কি। কৈশোরের চঞ্চলতায় পরিপূর্ণ তাসলিমা উচ্চ শিক্ষার স্বপ্নে বিভোর। সেই স্বপ্নের মাঝপথে বিচ্যুতি ঘটাল তার বাল্যবিয়ে।

জাফুয়া আশ্রাফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্রী তাসলিমা আক্তার। আজ ১০ই অক্টোবর ২০১২ দুপুরে তাসলিমার চেয়ে প্রায় তিনগুন বয়সী বর আসবে তাসলিমাকে বউ সাজিয়ে নিতে। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের সাওড়াতলী গ্রামের তালুকদার বাড়ির আমান হোসেন আমানের মেয়ে তাসলিমা আক্তার (১৪) এর সাথে একই উপজেলার এগারগ্রামের ইউসুফ মিয়ার ছেলে সৌদি প্রবাসী জাকির হোসেন (৩৮) এর সাথে বিয়ের সকল আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন। চলছে সাজ সজ্জার কাজ। আজ দুপুরেই সম্পন্ন হবে তাসলিমার বিয়ে।

ভেঙ্গে যাবে এক কিশোরীর লুকায়িত স্বপ্ন। থেমে যাবে প্রতিভার বিকাশ। প্রশাসনের অগোচরেই ঘটে যাচ্ছে এত সব কিছু। প্রশাসন কি শুধু নির্বিকার থাকবে। এই বাল্যবিয়েটি বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ আশা করছি।

এখন ও সময় আছে আসুন আমরা সবাই মিলে এই বাল্যবিয়েটি বন্ধ করি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।