আমাদের কথা খুঁজে নিন

   

0 যাত্রা

সহজ মানুষ। উদ্দেশ্যহীন পৃথিবীতে আমার আগমন অবশ্যই উদ্দেশ্যহীন নয়। অসীম আর অসীমের মাঝে এ ক্ষুদ্র সসীম সময়ে শুধু খুজেঁ বেড়াই এই আগমনের মানে! সবশেষে আমি মানুষ। দৃশ্যতঃ গমন, বৃহদার্থে শেষ বিদায়। পরিক্রমার ইতি।

আগমন সত্য, ভ্রমন সত্য, সুতরাং প্রস্থান সত্য। নির্জীব, নিশ্চুপ মাটির ঠোঙ্গা, অচিন পাখির গমন সত্য সুতরাং প্রস্থান সত্য.... নিষ্পলক, অবুঝ, হ্মমাপ্রার্থী সমাপ্তি্মুখ শুন্য। । সরলতার হাসিমাখা মুখে শায়িত- অন্ধকারের যাত্রি অন্ধকারের যাত্রি অন্ধকারের যাত্রি। যাবে উড়ে শুণ্যে মিলে, শুণ্য হতে যার সৃষ্ঠি, অন্ধকারের যাত্রি।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।