আমাদের কথা খুঁজে নিন

   

যদি জীবনকে আরেকটু সুখী ভাবা যায়, দোষ কী? সুখী মানুষের দেশ

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। আধুনিক মানুষ বিচ্ছিন্নতায় ভোগে এবং আধুনিক জীবনযাপন উত্তেজনা ও অবসাদ সৃষ্টি করে। প্রবীণ প্রজন্মকেও দেখা যায় বর্তমানের তুলনায় অতীতের ছবি সুখের সোনালি রঙে আঁকতে। বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো অনাগরিক অনাধুনিক জীবন চালিয়ে যাচ্ছেন।

এই অর্থে বাংলাদেশের মানুষ সুখী বৈকি! তা ছাড়া একদা দুর্নীতির শীর্ষে থাকার রেকর্ড সুখের রেকর্ডেবদলে গেলেও মন্দ হয় না। বাংলাদেশে প্রচলিত ‘সুখী মানুষের গল্পের’ কথা সম্ভবত লন্ডনের ওই জরিপ সংস্থাটি জানে। এক রাজার হাড়মড়মড়ি ব্যারামের প্রতিকারে সুখী লোকের জামা পরার কথা বললেন কবিরাজ। মনের দুঃখে অরণ্যে গিয়ে রাজা পেলেন এক কাঠুরিয়াকে। লোকটি তৃপ্ত ও সুখী জেনে রাজা তাঁর জামাটি পেতে চাইলেন।

কাঠুরে তখন হাসিমুখে জানান, তাঁর কোনো জামা নেই, এতই সে গরিব। সুখী মানুষের তালিকা প্রস্তুতকারীরা নিশ্চয়ই বাংলাদেশের এই কাঠুরিয়ার গল্পটি জেনে থাকবেন। (আজকের প্রথম আলোর সম্পাদীয় থেকে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।